আমাদের কথা খুঁজে নিন

   

যদি আমাদের সাথে, সৌদি আরবের কোন সম্পর্ক না থাকে !!!!

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... প্রবাসি অধ্যুসিত সৌদীআরব তেলের কারনে অর্জিত সম্পদ এর মাধ্যমে বাংলাদেশের সস্তা শ্রমের বিনিময়ে গড়ে উঠছে তাদের অবকাঠামো এবং উন্নয়ন। সেই সাথে সারা মুসলিম জাহানের প্রেরিত পবিত্র স্থানের কল্যানে অর্জিত বৈদেশিক মুদ্রা সৌদী উন্নয়নের মুল চালিকা শক্তি। আজ থেকে ৮০/৯০ বছর আগে যখন তেল খনি আবিস্কার হয়নি তখন ঐ সৌদী রাজপরিবার গুলো এশিয় হাজীগনের দান খয়রাতের উপর তাদের আয় উন্নতি নির্ভর করতো। ২৫০০০০০(পচিঁশ লাখ ) শ্রমের বাজার সৌদীআরবে এমনি এমনি তৈরী হয়নি। বাংলাদেশের শ্রমিক মুখ বুজে সৌদি মালিকদের অনেক নির্যাতন মেনে নেয়।

সৌদি আরব কর্তৃপক্ষ বিচারের নামে যে প্রহসন চালায় তা বিশ্বব্যাপি প্রমাণিত। কোরআনের ভাষায় মৃত্যুদন্ডের কার্যত ঘোষনা একটি মৃত্যুর বিনিময়ে একটি মৃত্যুদন্ড, সেখানে এক মিশরিয় হত্যাকান্ডের জন্যে ৮ জন বাংলাদেশী কে জীবন দিতে হলো। শুধু বাংলাদেশ বলেই এই রায় কার্যকর করতে পেরেছে। যদি তাদের বাপ আমেরিকা বা বৃটেনের কোন ব্যাক্তি এই ভাবে মৃত্যু দন্ড কার্যকর করার আগেই ক্ষমা পেযে যেত। কারন তাদের মসনদে বসার শক্তি যোগায় আমেরিকা এবং বৃটেন।

যদি আমরা আমাদের ২৫লাখ শ্রমিক কে ফেরত নিয়ে আসি তাহলে কি হবে। এমনিতেই অনেক অনেক চাপের মধ্যে থেকে তাদের কাজ করতে হয়। অনেকে নিয়মিত বেতন পায় না। তাছাড়া বিগত এক দশকে রেমিটেন্স আনতে যেয়ে প্রাণ দিতে হয়েছে প্রায় ৩০হাজারের অধিক প্রবাসী শ্রমিককে ,যারা ঝুকি পুর্ন কাজ করতো। এই ঝুকি যদি সরকার কমাতে না পারে, তাহলে আগামীতে রেমিটেন্স কমে যেতে পারে।

এখন এই শ্রমিকের উপর নেমে আসবে অমানবিক নির্যাতন , মৃত্যু ভয়ে কাতর বাংলাদেশী শ্রমিকদের দিয়ে বেশী বেশী কাজ করিয়ে নেবে। বেতন কমে যাবে। যদি এখনই কুটনৈতিক মহল কোন দৃষ্টান্ত স্থাপন করতে না পারেন । তাহলে আগামীতে আরো কঠিন পরীক্ষার সম্মুখিন হতে হবে বাংলাদেশ কে। আর আমরা যদি জেনে বুঝে প্রতিবাদ করতে শিখি তাহলে একটু মান সম্মান নিয়ে প্রবাসী বাংলাদেশীরা কাজ করবে।

যদি কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয় , ক্ষতিগ্রস্থ হবে সৌদীআরবীয়া তাদের আবার নুতুন করে শ্রমিক খোঁজতে হবে মুখ থুবরে পড়বে তাদের উন্নয়ন। তাছাড়া হাজী সাহেব গন যদি বেশ কয়েক বছর হজ্ব করতে সৌদী আরবে না যায় কমে যেতে পারে তাদের পর্যটন আয়। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র্ । আন্তর্জাতিক ভাবে মুসলিম উম্মার সাথে এই একটি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হবে । আমরা প্রহসনের বিচার চাই না।

ইসলামী আইনেই আছে একটি খুনের বদলা পাল্টা একটি খুন , সংখ্যায় ৮ আট টি নয়। এই ঘটনা ইচ্ছাকৃত ভাবে সৌদী সরকার বাংলাদেশী শ্রমিকদের ভয় দেখানোর জন্যে করা হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।