আমাদের কথা খুঁজে নিন

   

তুমি এলে আমার মনের এই সুর কথা হয়ে গান হবে

Only I know what is my goal, My heart is my temple. ফেসবুক কাব্য-১৩ কাজী সায়েমুজ্জামান আমার বুকের মাঝে শিউলি ফুলের গন্ধমাখা একটি সুরে; চমকে যাই, আর পারিনা; এমন কিসের মাতম অন্তপুরে। অনেক চেনা একটি সুর মনে হয় অথচ কেন ঘুমপাহাড়ে, হারিয়ে যায় গানের কথা শুধুই উথাল-পাথাল নিরাকারে। আলেয়ার খেলা কার প্ররোচনা কার আকুল ছায়ার টানে, এ মন জেগেছে সাতসকালে মেতেছে অশোক মায়ার গানে। মন বলেছে এইতো বুঝি এলোমেলো হাওয়ায় ভাগ্য লেখা আমার জন্ম লগ্নের শব্দ নিয়ে ছন্দে আসছে ঘুমিয়ে দেখা; সে আমার সকল অনুভূতি চেনে আকাশের মতো নিখাদ কোন পথ গিয়ে কোথায় মিশেছে চোখের জলের কি স্বাদ। বুঝে গেছি সই, তোমার কারসাজির ফলে এত লুকোচুরি এত সুর এত গন্ধ এত প্রিয়ংবদা আলোতে সুরের লহরী। বাতাসে গাছের পাতার মতোই তুমি আছো এই অনুভবে, তুমি এলে আমার মনের এই সুরটা কথা হয়ে গান হবে। চুয়াডাঙ্গা, ০৯-১০-২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।