আমাদের কথা খুঁজে নিন

   

সৌদিরা অসভ্য বর্বর জাতি মানলাম,প্রশ্ন হল আমরা কতটা সভ্য জাতি?

সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... প্রকাশ্য দিবালোকে শিরচ্ছেদ দেখার মত মানসিক দৃঢ়তা খুব কম লোকই রাখেন। আর তাই ডাকাতির ঘটনায় একজন মিসরীয় খুন হওয়ার বিচারে আটজন বাংলাদেশীর শিরচ্ছেদ করাকে অসভ্য বর্বর জাতির বর্বর আইন বলে অনেকেই ধিক্কার দিচ্ছেন। যে যাই বলুক এটি সত্য যে এই বর্বর অসভ্য আইন ও বিচার ব্যাবস্হা সৌদি আরবে খুন /ডাকাতির ঘটনা কমিয়ে রাখে। এখানে স্বরনযোগ্য বাদশা ফয়সাল (১৯৭৫) এর খুনি প্রিন্স মুসাইদকেও বিচারের পর শিরচ্ছেদ করা হয়। পক্ষান্তরে আমাদের দেশে সভ্য আইন ও বিচার ব্যাবস্হা চালু থাকার ফলে : ***যুবলীগ নেতা ইলিয়াস হোসেন (৩০) কে স্ত্রী/মার সামনে গভীর রাতে জবাই করে ডাকাতেরা মাথা নিয়ে যায়, ***মিরপূরে ছয় কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়, ***নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে হত্যা করা হয়, ***কলেজ পড়ুয়া ছাত্র লিমন অকারনে পা হারায়, ***মৃত্যুদন্ড প্রাপ্ত খুনের আসামীকে মহামান্য রাষ্ট্রপতি মাফও করে দেন, এবং আমাদের শুনতে হয় আইন শৃঙ্খলা পরিস্হিতি আগের যে কোন সময়ের চাইতে ভাল আছে। খুন,ধর্ষন,ডাকাতি করে পার পেয়ে যাওয়ার ভয়ংকর আওয়ামী কালচার থেকে শিক্ষা নিয়ে অদূর ভবিষ্যতে দেশী ভাইয়েরা বিদেশে গিয়ে সেটা প্র্যাকটিস করতে যেয়ে ধরা খাবে আর প্রান ভিক্ষার জন্য আবদার জানাবে, কিন্তু সব বাড়ী তো আর মামার বাড়ী না।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।