আমাদের কথা খুঁজে নিন

   

বি.সি.এস এ কম্পিউটার / আইটি প্রফেশনের ক্যাডার চাই

মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে মহান প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন তার জন্য তিনি নিশ্চয়ই প্রশংশার দাবিদার। কিন্তু যারা এই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকৃত সৈনিক তাদেরকে এই বিষয়ের বাইরে রেখে তা বাস্তবায়ন অসম্ভব। যদিও বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টে কম্পিউটার / আইটি প্রফেশনের লোকজন কর্মরত আছে, কিন্তু তারা হয় ১/২ বছরের প্রজেক্টে, না হয় চুক্তিভিত্তিক, যার ভবিষ্যত অনেকটা অনিশ্চিত। তারপরও তাদের কাজের ফল সবাই দেখলেও কারা কিভাবে করছে তার কোনো হদিস দেশবাসীর জানা নেই। উদাহরণ হিসেবে বলতে পারি, দেশের নির্বাচন কমিশনের ভোটার ডাটাবেজ, তা প্রস্তুত, রক্ষণাবেক্ষণ, সংশোধন ও আইডি কার্ড প্রস্তুতের বিশাল কাজটি সম্পন্ন হয় শ’খানেক টেকনিক্যাল এক্সপার্ট / সাপোর্টদের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে, কিন্তু তারা জব করে একটি অনিশ্চিত প্রজেক্টের অধীনে, যাদের সম্পর্কে দেশবাসী কিছুই জানে না বল্লেই চলে! এরকম প্রায় প্রত্যেকটি সেক্টরে দরকার দক্ষ লোক, এবং দরকার নিশ্চিত প্রফেশন।

তা না হলে দেশের শতশত কম্পিউটার / আইটি পড়ুয়াদের দেশের গুরুত্বপূর্ণ এ সেক্টরে টেনে আনা যাবে না, এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার যে মহান প্রত্যয় তা বাস্তবায়ন বাধাগ্রস্থ হতে পারে। একটু খেয়াল করলেই দেখবেন, ক্লাসের একটু ব্রিলিয়ান্ট ছেলেরাই কম্পিউটার / আইটি বিষয়ে পড়ালেখা করে। কিন্তু ক্লাসে যে ছেলেরা তাদের পিছনের সারিতে থাকে তারা কিন্তু একদিন বি.সি.এস ক্যাডার হয় (আমি কিন্তু তাদের ছোট করছি না, এটি উদাহরণ মাত্র), কিন্তু কম্পিউটার / আইটি প্রফেশনের কোনো ক্যাডার না থাকায় কম্পিউটার / আইটি বিষয়ে পড়ুয়াদের তেমন কোনো সুযোগ তৈরী হয় না। অথচ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাদেরকে দিয়ে কম্পিউটার / আইটি বিষয় পড়ানো হয়, তাদের এ বিষয়ে কোনো ডিটেইলস ধারনা নেই, আছে নাম মাত্র ৩/৬ মাসের একটি ডিপ্লোমা কোর্স। সুতরাং, আসুন, আমারা সবাই মিলে একটি সম্মিলিত পদক্ষেপ গ্রহনের কার্যকর পথ বের করার ব্যবস্থা করি, যার মাধ্যমে দেশের শত শত কম্পিউটার / আইটি প্রফেশনের লোকদের জন্য বি.সি.এস এর কোটা (যা সময়ের দাবী) নির্ধারণের মাধ্যমে বর্তমান বিশ্বের প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে আমারাও আমাদের সোনার বাংলাকে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার মহান প্রত্যয়ে শামীল হতে পারি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.