আমাদের কথা খুঁজে নিন

   

প্রাচীন পুথি ও বিস্মৃত নাগরি হরফের সন্ধান

তুহিন তৌহিদ: বাংলা ভাষায় লেখার ক্ষেত্রে একটি হরফ ব্যবহƒত হয়। কিন্তু সম্প্রতি জানা গেছে, বাংলা ভাষার ‘নাগরি’ নামে আরেকটি হরফও রয়েছে। পুঁথি রচনার ক্ষেত্রে এই হরফ ব্যবহƒত হত। পুঁথির আবেগময় ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখে সুরের সঙ্গে একাকার হয়ে ওঠা বিস্মৃতপ্রায় এই ভাষায় লেখা বেশ কয়েকটি পুঁথিও সংগ্রহ করা হয়েছে। আর এই কাজটি করেছেন ‘উৎস’ প্রকাশনের কর্ণধার মোস্তফা সেলিম।

এই নাগরি হরফ সিলেট অঞ্চলে প্রচলিত ছিল বলে একে ‘সিলেটি নাগরি’ হরফও বলা হয়ে থাকে। ইতোমধ্যে ‘উৎস’ থেকে প্রকাশিত হয়েছে ১৫টি দুষ্প্রাপ্য পুঁথি। আরও ৩৬টি বিলুপ্ত পুঁথি উদ্ধার করা হয়েছে। বলা হয়ে থাকে, নাগরি সাহিত্যের এক বড় ঐতিহ্য আছে। স্বকীয়তা, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিচর্চায় নাগরীসাহিত্য বাংলা ভাষার উপভাষারই প্রাচীন নিদর্শন।

চর্চা ও ব্যাপ্তি ছিল প্রায় ৬শ বছর। মূলত বাংলা ভাষার একটি আঞ্চলিক রূপ সিলেটি উপভাষাই ধারণ করেছিল এ লিপির সাহিত্য। নাগরি ভাষার লিপির সংখ্যা ৩২টি। আরবি, কাইথি, বাংলা ও দেব নাগরির সমন্বয়ে এই ভাষার জš§ হয় চতুর্দশ শতকে। এর উৎপত্তি অনেকের হিসেবে খুব প্রাচীন না হলেও নাগরীসাহিত্যের বৈশিষ্ট্যের বিচারে বলা যায় এ লিপি চালু হয়েছে ১৭ শতকে।

wjsK Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।