আমাদের কথা খুঁজে নিন

   

৮ বাংলাদেশীর শিরচ্ছেদ, যুদ্ধাপরাধীদের বিচার ও সৌদী আরবের বড়গলা

বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ড. মিজানুর রহমান একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, এই একবিংশ শতাব্দীতে প্রকাশ্যে জল্লাদ দিয়ে গলা কেটে খুনের বিচার কোন সভ্য সমাজ মানতে পারে না। খুবই সত্য কথা। গোটা দুনিয়া জুড়ে আইন পরিবর্তিত হচ্ছে। খুনের বিচার যদি মৃত্যুদন্ডই হয়, তা প্রয়োগ করা দরকার গোপনে।

মানবতা কোনোভাবেই এমন বীভৎস দৃশ্যকে গ্রাহ্য করে না, করতে পারে না। মিজানুর রহমান বলেছেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে। যদি এই বিচার একাত্তরের মানবতাবিরোধী, রাজাকার, খুনীদের মৃত্যুদন্ড হয়, তবে সৌদী আরবের কিছুই বলা সমীচিন হবে না। সৌদীর কোনো অধিকার নেই , এ বিষয়ে কথা বলার। কারণ তারাই সবচেয়ে বেশী অমানবিক।

৮ জন বাংলাদেশীর মৃত্যুদন্ড কার্যকর হবার পর 'এ্যমনেষ্টি ইন্টারন্যাশনাল' তীব্র প্রতিবাদ জানিয়েছে। নিউইয়র্কের কর্মকর্তারা এ বিষয়ে জোর কার্যক্রম পরিচালনার ঘোষনা দিয়েছেন। ' এ্যমনেষ্টি ইন্টারন্যাশনাল'এর একজন সদস্য হিসেবে আমি বলেছি, যুক্তরাষ্ট্রই পারবে সৌদী রাজতন্ত্রবাদীদের গলায় ঘন্টা পরাতে। ওবামা প্রশাসনের উচিৎ, যথাশীঘ্র সম্ভব এই জঘন্যতম আইনের বিষয়ে পদক্ষেপ নেয়া। দেখা যাক বিশ্ব মানবতাবাদীরা কী পদক্ষেপ নেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।