আমাদের কথা খুঁজে নিন

   

আয়না সঁখি আয়না কাছেরে (গীতি কবিতা)

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... নদীর পাড়ে কাশের বনে একলা বসে রই ওরে আমার সঁখি কই। মন ভ্রমরা আনচান করে কেমনে আমি রই ওরে আমার সঁখি কই। কেন্‌ যে থাকিস দূরে দূরে আকুল পরান ব্যাকুল হয়ে ঝাপসা চোখে আছিরে চেয়ে আয় পাষানী আয়না কাছেরে। চোখে আমার নেশা নেশা মিটবে কবে মনের তৃষা নৌকা ভাসাবো অচিনপুরেরে আয়না সঁখি আয়না কাছেরে। **ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।