আমাদের কথা খুঁজে নিন

   

একটা অন্যরকম সফটয়্যার - Piky Busket

A Hero will Rise Up Just In Time বিভিন্ন ফোল্ডার থেকে আপনার বেশ কয়েকটা গান কপি করতে হবে। সেখেত্রে আপনার একটা ফোল্ডার থেক একটা গান কপি করতে হবে, সেটা নির্দিষ্ট ফোল্ডারে কপি করতে হবে আবার অন্য একটা ফোল্ডার থেকে আরেকটা গান কপি করতে হবে আবার সেটা নির্দিষ্ট ফোল্ডারে কপি করতে হবে। বিরাট ঝামেলা। কিন্তু সমস্যার সমাধান আছে আমার কাছে। নিচের লিংক থেকে Piky Busket ডাউনলোড করে নিন।

সেটাপ দিন। Click This Link এবার শিখে নেই কিভবে এটা ইউজ করবো। যেকোনো একটা ফোল্ডারে ঢুকে একটা ফাইলের উপর রাইট ক্লিক করেন, Piky Busket থেকে Drop into the busket এ ক্লিক করেন। আবার অন্য একটা ফোল্ডার থেকে আরেকটা ফাইলের উপর রাইট ক্লিক করেন, Piky Busket থেকে Drop into the busket এ ক্লিক করেন। এভাবে যতগুলো ফাইল ইচ্ছা, Piky Busket থেকে Drop into the busket এ কপি করে নিন।

এবার যে ফেল্ডারে পেষ্ট করতে চান, সেখনে যেয়ে Copy all এ ক্লিক করেন। ব্যাস পেষ্ট হয়ে গেল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.