আমাদের কথা খুঁজে নিন

   

যারা এই প্রশ্ন করেন আপনার পরিবারের কাউকে হত্যা করলে আপনি কি অপরাধির মৃত্যুদন্ড চাইতেন না? তাদের কাছে আমার প্রশ্ন অপরাধি আপনার পরিবারের হলে আপনি কি করতেন?

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক। আইনের শাসন আর ন্যায়ের শাসন এক না। সৌদি আরব কি আমাদের আইনের শাসন দেখালো না ন্যায়ের? আইন চলে তার নিজের ধারাবাহিকতায়, নিজের মত করে।

আর মানুষ তা প্রয়োগ করে। আর প্রয়োগ করার সময় সে হয় কখনো কঠিন, কখনো উদার। অবস্থা, পারিপার্শিকতা, সুযোগ সব কিছু বিবেচনা করে একই অপরাধে একজন বিচারক একেকজন অপরাধিকে একেকরকম সাজা দেয়। আর এই কারনে বলা যায় আইন আর ন্যায় কখনো এক হতে পারে না। সৌদি আরবে আট বাংলাদেশির শিরোচ্ছেদ হল।

যথারীতি বাংলাদেশি শিবির দুই ভাগে বিভক্ত। একপক্ষ বলছে উচিত শিক্ষা হয়েছে। আরেক পক্ষ বলছে অন্যায় হয়েছে। একপক্ষ বলছে আপনার নিজের পরিবারের কাউকে হত্যা করলে আপনি কি করতেন? তাদের ফাঁসি চাইতেন না? মোক্ষম প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন অন্য যায়গায়।

শত আইন থাক। এই আটজন যদি আমারিকা বা ইউরোপিয়ান হত বা ইসরাইলি হত তাদের শিরোচ্ছেদ কি করা যেত? তখন কি আইনের অন্য ফাক দিয়ে তাদের প্রতি মানবতার দৃস্টি কিংবা চুক্তির দোহাই দিয়ে সসন্মানে তাদের দেশে ফেরত পাঠানো হত না? প্রশ্নের জবাবে উত্তরটা অবশ্যই হ্যা সূচক। অবশ্যই পশ্চিমা কোন নাগরিকের এই শাস্তি হত না। তাহলে বাংলাদেশিদের হল কেন? একটা কথা শুনেছিলাম যখন ধনীর সাথে ধনীর মামলা হয় তখন আইন হারে, ধনীর সাথে গরীবের মামলা হয় তখন গরীব হারে, আর যখন গরীবের সাথে গরীবের মামলা হয় তখন আইন জিতে। আর আইন নাকি মাকড়সার জালের মত।

বড় পোকা আটকায় না, ছোট পোকা আটকে যায়। আইনের কথা বললে আমার কিছু বলার নাই। কারন আইন অনুযায়ী খুনের শাস্তি খুন বা মৃত্যুদন্ড। কিন্তু ন্যায়ের কথা যদি বলেন? বাংলাদেশি হিসেবে একটু ক্ষমা পাওয়ার অধিকার কি আমাদের নাই? শরিয়া আইনের কথা বলবেন তো? অন্যরা যদি আইনের ফাক দিয়ে বের হয়ে যেতে পারে আমরা কেন একটু ক্ষমা বা মানবিকতার ছায়া পাব না। যখন আমাদের দেশের কোন নারী সৌদি আরবে ধর্ষিত হয়ে জারজ সন্তান নিয়ে দেশে এসে বাচ্চাকে কারো কাছে দত্তক দেওয়ার জন্য অসহায় হয়ে কাউকে খুজতে থাকে তখন কোথায় থাকে সৌদি আরবের আইন?কিংবা দিনের পর দিন কাজ করেও মালিকের নির্যাতন সহ্য করা শ্রমিকের কস্টের দিন গুলোতে কোথায় থাকে শরিয়া আইন? ইসলাম কি মানবিকতা ও ক্ষমার উদাহরন আমাদের দিয়ে যায় নাই? এত কিছুর পরো সেই বাংলাদেশিদের মৃত্যু নিয়ে কোন মন্তব্য করা আমার সাজে না।

কারন তারা ছিলেন অপরাধি। কিন্তু আমি চিন্তিত এই কারনে, মানবিকতা বা ক্ষমা পাওয়ার যোগ্যতা আমাদের বাংলাদেশিদের নাই। কিংবা আমরা অপরাধি হই বা পরিস্থিতির স্বীকার হই একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশ সরকারের একটু দায়িত্ববোধও আমার প্রতি নেই। আমরা ফাসির কাষ্ঠে ঝুলি আর শিরোচ্ছেদই হই তারপরোতো এতটুকু আশা করতে পারি আমার বিচারের সময় আমার দেশবাসি সাধ্যমত চেষ্টা করবে আমার ন্যায়বিচার পাওয়ার। যারা এই প্রশ্ন করেন আপনার পরিবারের কাউকে হত্যা করলে আপনি কি অপরাধির শাস্তি চাইতেন না? তাদের কাছে আমার প্রশ্ন অপরাধি আপনার পরিবারের হলে আপনি কি করতেন? যদি আপনি একজন সৎ আদর্শবান মানুষও হয়ে থাকেন তারপরো কি আপনি তাদের শাস্তি সাধ্যমত কমাতে চেষ্টা করতেন না? বা তারা যেন একটু মানবিকতা বা ক্ষমার দৃষ্টি পায় তার জন্য সাধ্যমত চেষ্টা করতেন না? অবশ্যই করতেন।

আর এই জন্য বললাম আইনের শাসন আর ন্যায়ের শাসন এক না। এই পার্থক্য শুধু নিজের ক্ষত্রে হলেই বুঝতে পারা যায়। বাংলাদেশি হিসেবে আমরা এখনো একজন আরেকজনের পরিবারের সদস্যের মতন বা একজন আরেকজনের কাছের মানুষ হতে পারলাম না। দুঃখটা এখানেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।