আমাদের কথা খুঁজে নিন

   

পোস্টটি পড়া আবশ্যক নয়। আমরা Modern....এসব জিনিস আমাদের touch করে না।

একবার ভাবুন তো। কাকে কষ্ট দেন আপনি??আপনার বাবা-মা কে? বাবা-মা আমাদের জন্য যা যা করছেন,করতেছেন,তা আমরা সবাই জানি,এখন নতুন করে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। আজ ভেতরটা বেশ জ্বালা করছে। কারন আজ চোখের সামনে এক বৃদ্ধাশ্রম দেখলাম। আর ভাবতেছিলাম,কেমন হত যদি এইসব অসহায় মানু্ষ গুলো তাদের ছেলে-মেয়েকে ছোটোবেলায় কোনো এতিমখানায় পাঠিয়ে দিতেন? তারা তা করেন্নি,আর আমরা???? আমরা ভুলে যাই-পাপ বাপ কেউ মাফ করে না…আমরাও বৃদ্ধ হব,আমাদের হয়ত আমাদের সন্তানরা ওখানেই পাঠাবে।

এই গানটা তখন মনে পরে গেল, ''ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামী দামী সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!'' একটা ১৮+ জোকস্ দিলে বেশ সাড়া পাওয়া যায়। কিন্তু এই পোস্ট টি হয়তো কারো দৃষ্টি আকর্ষণ করবে না। কেন জানেন?…আমরা এখন MODERN... এইসব সেকেলে জিনিস …আমাদের touch করে না...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.