আমাদের কথা খুঁজে নিন

   

দীপু সোনামনি কি পদত্যাগ করবেন?

ক্ষণকালের এ পৃথিবীতে সবচেয়ে সুস্পষ্ট ভবিষৎ "মৃত্যু"। তাই, এসো সে মৃত্যুকে মহান করে তুলি প্রতিদিন অন্তত একটি ভাল কাজের মধ্য দিয়ে। ৮ বাংলাদেশীকে শিরোচ্ছেদ করা হয়েছে গতকাল সৌদী আরবে। এমনেস্টি এর প্রতিবাদ করেছে। আর বালাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের লেকেরা আর সৌদী আরবের বাংলাদেশী কূটনীতীকরা কিছুই জানেননি।

আমাদের দীপু সোনামনি কি পদত্যাগ করবেন না??? এটাকি তার কূটনৈতিক ব্যর্থতা নয়???????? রাজনৈতিক বিবেচনায় যোগ্য কিন্তু দক্ষতার ও অভিজ্ঞতার মাপকাঠিতে অযোগ্য কূটনৈতিকদের কি ব্যবস্থা নেয়া হবে না??? আজ যদি তারা এ মৃত্যুদন্ডের ব্যপারে পূর্বে জানতো তাহলে হয়তো ১জনকে হত্যার দয়ে ৮জনকে ফাসির আদেশকে কিছুটা হলেও লাঘব করা যেত। হয়তো ৮জনের জায়গায় ১/২জন হতো, হতে পারতো যাবৎজীবন। অতীতেও বিভীন্ন সময় কূটনৈতি দক্ষতার মাধ্যমে গুরু দন্ডকে লঘু দন্ডে পরিণত করার দৃষ্টান্ত এদেশে রয়েছে। তিনিও বোধ হয় বুঝতে পারছেন বাফার স্টেট না বুঝেও অনেকদিন চালালাম আর বোধ হয় তাকে দিয়ে হচ্ছেনা। তিস্তা সম্পর্কিত পদত্যাগের দাবি প্রসঙ্গে ডা. দীপু মনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়।

জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং শেখ হাসিনা আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। জনগণ চাইলে এক মুহূর্তও দেরি না করে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। ’ সকালের খবর তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আমাদের দীপু সোনামনি তার নামে সাথে মিলের একটি মুভি পেয়ে তা আয়েশ করে দেখছেন। কিন্তু তিনি এ মুভি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে স্কুল পড়ুয়া দীপু-২ তার সহপাঠিদের প্রতি, বাবা মার প্রতি এতোটা দায়িত্ব সচেতন !!!! তবে তিনি কিছুটা মিল খুঁজে পেয়েছেন ক্লাসের দীপু নম্বর-১ এর সাথে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.