আমাদের কথা খুঁজে নিন

   

বদলে যাচ্ছে বঙ্গোপসাগর, হুমকির মুখে জেলেরা

কাজী কাইসার হামিদ (মেহরাজ) বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা বিষয়ক কেন্দ্রের প্রধান এ. কিউ. এম. মাহবুব জানিয়েছেন, বঙ্গোপসাগরে মৌসুমি ঝড়ের হার বৃদ্ধি পাওয়ার পেছনে দায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তন৷ তিনি জানান, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সামুদ্রিক এলাকার তাপমাত্রা বাড়ছে যা বায়ুমন্ডলের স্বাভাবিক আচরণে পরিবর্তন আনছে৷ ২০৩০ সালের মধ্যে বঙ্গোপসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৩ সেন্টিগ্রেড বাড়বে বলেও মত তাঁর৷ এই ঝুঁকির মুখে রয়েছে শুধু কক্সবাজারেরই ১ লাখ জেলেএই ঝুঁকির মুখে রয়েছে শুধু কক্সবাজারেরই ১ লাখ জেলে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯১ থেকে ২০০০ সালের মধ্যে বঙ্গোপসাগরে ২০টি নিম্নচাপ সৃষ্টি হয় যেগুলোর মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছিল ১২টি৷ অথচ ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বঙ্গোপসাগরে ৩৯টি নিম্নচাপের সৃষ্টি হয় যেগুলোর মধ্যে ঘূর্ণিঝড়ের পরিণত হয় ৬টি৷ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ২০০৯ সালকে এখনই সবচেয়ে দুর্যোগপূর্ণ বছর হিসেবে গণ্য করা হচ্ছে৷ কারণ এই বছরই বঙ্গোপসাগরে ৯টি নিম্নচাপ সৃষ্ট হয় যার মধ্যে দুইটি প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে রূপ নেয়৷ বঙ্গোপসাগরের এই পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের জেলেরা৷ বিরূপ আবহাওয়ার কারণে অনেক সময় মাছ ধরার ট্রলারগুলো যাত্রা বাতিল করে৷ ফলে জেলেদের ঘরে ফিরতে হয় খালি হাতে৷ এমনকি পরিবেশের হঠাৎ পরিবর্তনের ফলে সৃষ্ট ঝড়-বৃষ্টিতে কোন জেলে সমুদ্র মারা পড়লে তার পরিবার কিছুই পায়না৷ ফলে জেলেদের জীবনের ঝুঁকি যেভাবে বেড়ে চলেছে, সেভাবেই কমছে কাজের সুযোগ৷ আর এই ঝুঁকির মুখে রয়েছে শুধু কক্সবাজারেরই ১ লাখ জেলে৷ শুধু তাই নয়, ইতিমধ্যেই অনেক জেলে নাকি বদলাতে শুরু করেছে তাদের পেশা৷ কেউবা বেছে নিচ্ছে দিনমজুরের কাজ আবার কেউবা চালাচ্ছে রিকশা৷ আর তাদের পরিবারগুলো সামিল হচ্ছে জলবায়ু উদ্বাস্তুর তালিকায়৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.