আমাদের কথা খুঁজে নিন

   

Photoshop টিউটোরিয়াল পর্ব (১)

আমি প্রযুক্তিকে ভালবাসি....তাই প্রযুক্তির সাথে আছি ...থাকব ....ভবিষ্যৎ এ দেশের মানুষের জন্য কিছু একটা করতে চাই .......... আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ এই পেইজের পাঠক এবং লেখকবৃন্দ সবাইকে শুবেচ্ছা জানায় ,সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন আমি ও আল্লাহর রহমতে খুবই ভাল আছি , আজকে আপনাদের জন্য Photoshop এর একটি মজার টিউন নিয়ে এসেছি যা আপনাদের হয়তবা ভাল লাগতে পারে …... আর টিউনটি মনযোগ দিয়ে করলে আসা করি পেরে যাবেন……দেখুন তাহলে .. প্রথমে Adobe Photoshop অপেন file-open এ গিয়ে একটি ছবি নিন তারপর পাশের বাক্স তথা tools box থেকে pen tool টি নিন এবং উপরের বার থেকে path সিলেক্ট করুন (সমস্যা হলে ছবি দেখুন) তার পর ছবিটি কেটে ফেলুন (ছবি দেখুন) এবার ছবিটি যেখান থেকে কাটা শুরু করছেন সেখানে এসে জোড়া দিয়ে দিন এবার কাটা ছবিটির উপর মাউসের ডান বাটন কিল্ক করে Make selection করে OK করুন তার আরেকটি ছবি আনুন তারপর পাশের বাক্স তথা tools box থেকে move tool ক্লিক করে কাটা ছবিটি চেপে ধরে নতুন ছবিটির উপর নিয়ে যান অতঃপর কিবোর্ড এ ctrl+t চেপে ছবিটি বড় করুন অতঃপর move tool ক্লিক করে Apply দিন অতঃপর tools box থেকে Elliptical Marque tool সিলেক্ট করুন অতঃপর Menu bar এর নিচে Feather 0 px থাকলে 30 px করে দিন এর পর যেখানে জাপসা করবেন সেখানে আঁকুন অতঃপর keyboard থেকে Delete চাপুন কাজ শেষ দেখুন আপনার ছবিটি এখন সুন্দর ইফেক্ট এ পরিণত হয়েছে..এখন আপনি চাইলে এটাকে jpeg fomate এ save করে ছবি হিসেবে ব্যবহার করতে পারেন তার জন্য আপনাকে file – save as – file name লিখে format এর পাশের বাক্স থেকে JPEG দিয়ে Save করলে আপনি এটাকে এখন নরমাল ছবি হিসেবে ইউস করতে পারবেন …সমস্য হলে নিচের ছবি দেখুন………… দেখা না গেলে এখানে ক্লিক করুন....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।