আমাদের কথা খুঁজে নিন

   

***ছোটবেলার ফুটবল খেলার কিছু নিয়ম।***

জানার ইচ্ছা......... ১.যার বল সে ঠিক করবে কে কে খেলবে। ২.যদি বল না থাকে,বোতল বা ক্যান হলেও চলবে। ৩.যে সবচেয়ে মোটা সে গোলকিপার। ৪.কোন রেফারি নাই। একমাত্র কসম করলেই ফাউল/হ্যান্ডবল/পেনাল্টিদেয়া হবে।

৫.ফ্রি কিক হলে বলের ঠিক একহাত সামনে দুইজন দাড়াতে হয়। কোন কর্নার কিক নাই। ৬.যার বল তাকে কেউ ফাউল করবে না। করলে তুমি বাদ। ৭.স্যান্ডেল বা ইট দিয়ে বার বানানো হবে।

৮.যদি কেউ ব্যাথা পায়,তার নাক,মুখ বন্ধ করে ধরতে হবে। ৯.কোন নির্দিষ্ট সময়সীমা নাই,আযান দিলে খেলা শেষ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।