আমাদের কথা খুঁজে নিন

   

আজ ঘোষিত হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার- ২০১১, কার ভাগ্য প্রসন্ন?

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল আজ ঘোষিত হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার- ২০১১। আমেরিকান ঔপন্যাসিক করম্যাক ম্যাকার্থি এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার এর সবচাইতে ফ্যাভারিট দাবীদার। দশটি উপন্যাসের জনক তার 'দ্য রোড' উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার পান। তার উপন্যাস 'নো কান্ট্রি ফর ওল্ড ম্যান" অবলম্বনে নির্মিত একই নামের ছায়াছবি একাডেমী এওয়ার্ড পায়। এছাড়াও আরো অনেক পুরস্কার পান তিনি। দ্বিতীয় ফ্যাভারিট জাপানী লেখক এবং অনুবাদক হারুকি মুরাকামি এবং আলজেরিয়ান ঔপন্যাসিক, অনুবাদক এবং চলচ্চিত্র নির্মাতা আসিয়া ডিজেবার তৃতীয় স্থানে আছেন। দশম স্থান পর্যন্ত অন্যান্য ফ্যাভারিটরা হলেন যথাক্রমে মার্কিন লেখক ডন ডেলিলো, দক্ষিণ কোরিয়ান কবি কো আন, ইজরাইলের ঔপন্যাসিক, সাংবাদিক এবং সাহিত্যের অধ্যাপক এমোস ওজ, 'গুডবাই'-খ্যাত মার্কিন ঔপন্যাসিক ফিলিপ রথ, সিরিয়ান কবি এডোনিস, মার্কিন ঔপন্যাসিক জয়েস ক্যারল ওয়েটস এবং "গ্রাভিটিস রেইনবো" খ্যাত আরেক মার্কিন ঔপন্যাসিক থমাস পিঙ্কন। দেখা যাক কার ভাগ্যে সিঁকে ছেড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।