আমাদের কথা খুঁজে নিন

   

এই মধু সকালে

সপ্ন দেখার সপ্ন দেখি গুঞ্জন সারাক্ষণ এই মধু সকালে, চৌদিকে চোখ রেখে দেখবেই তাকালে । ফুল ফোটা গন্ধটা আসবেতো নাকেতে , হওয়া বয় কথা কয় কোকিলের ডাকেতে । গান করে কচি স্বরে ছোটো পাখি টুনটুনি , প্রজাপতি ফুলপতি নাচে কার গান শুনি । তুলতুল দুটো ফুল ফোটেনিতো অকালে , পুস্পিত সুরভিত এই মধু সকালে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।