আমাদের কথা খুঁজে নিন

   

টহল পুলিশের নাকের ডগা দিয়া ছিনতাইকারীরা পালিয়ে যায়......

মধ্য রাতে ছিনতাই হলে টহল পুলিশ ঘটনাস্থলে আসে কিনা জানতে চাইলে রিক্সা চালক ইয়াসিন মিয়া বলেন, ‘টহল পুলিশ থেকেই কি আর না থেকেই কি। হেগোরাতো ছিনতাইকারীকে ধরতে পারেনা। হেগোর নাকের ডগা দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়, হেগোরা শুধু আইসা নাম ঠিকানো লিখা নিয়া যায়। ’ পঞ্চাশোর্ধ ইয়াছিন মিয়া ঢাকার শহরে প্রায় ১৩ বছর ধরে রিক্সা চালিয়ে আসছেন। অক্টোবরের ২ তারিখ রাত ২ দিকে তার সাথে কথা হল স্কয়ার হাসপাতাল থেকে ফেরার পথে পান্থপথ মোড়ে।

নিজ স্বাধীনে রাতে রিক্সা চালাইবার পারি, কারন রাতে কোন রাস্তায় রিক্সা চালানোতে ট্রাফিক পুলিশের বাধা নেই। রাতে রিক্সা চালাইতে গিয়ে কোন সমস্যায় পড়তে হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কখনও কোন সমস্যা হয়নি । তবে একবার নিউমার্কেট এলাকা থেকে রাত তিনটার দিকে যাত্রী নিয়ে কলাবাগান আসার সময় ছিনতাইকারীরা রিক্সা ঠেকিয়ে ওই যাত্রীর কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ’ তার বাপ-দাদার ভিটা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বড়গোবিন্দপুর গ্রামে। নিজে পছন্দ করে বিয়ে করেছেন একই গ্রামের গোলাপী বেগমকে।

স্ত্রীর কথা জানতে চাইলে একটু মুচকি হেসে তিনি বলেন, বিয়ের ছয়-সাত মাস আগে গোলাপীরে পছন্দ করি। এরপর বিয়ে করে প্রায় ত্রিশ বছর গোলাপীর সঙ্গে আমার সুখের সংসার চলছে। চার ছেলে ও দুই মেয়ের মধ্যে ছেলেগুলো সবাই রিক্সা চালায়। মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।