আমাদের কথা খুঁজে নিন

   

অডিটর নিয়োগের আগে গ্রামীণফোনর আয় ছিল ৩০/৩১ কোটি, এখন অডিটর নিয়োগের পরপরই গত জুন থেকে এই আয় ৮০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

কত্ত সাহস দেখেন চোরদের, এত বড় চুরি ধরা পড়ার পরও ব্যাটারা বলে সব ঠিক। আর গ্রামীণফোন হেড অব লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স জাকি ওমর ব্যাটা বিটিআরসি-র অধিকার নিয়ে কথা বলে। এনবিআর- এর পাওনার কথা বিটিআরসি কেন বলেছে তাই নিয়ে জাকি ব্যাটা প্রশ্ন তোলে। কত্ত বড় কইলজা। এরেই কয় চোরের মায়ের বড় গলা।

ব্যাটার চেহারা দেখেন, চেহারাতেই একটা চোর চোর ভাব আছে। আরেকটা হইলো খোদার খাশি, আমাদের অর্থ মাইরা খায়া ব্যাটা কেমন ফুলসে দেখসেন। মোটকার নাম নাকি চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির, এই ব্যাটা হুমকি দেয় বিদেশী বিনিয়োগ বন্ধ করার। অথচ ব্যাটা জানে না যে বাংলাদেশের জনগনের অর্থে আজকের এই গ্রামীনফোন, বিদেশী বিনিয়োগ খুবই সামান্য। অবাক হইলাম এইটা দেইখা যে দেশের স্বার্থের বিরুদ্ধে গলা বাজি করতাসে দুই বাংলাদেশী।

গ্রামীনফনে বহুত বিদেশী কাম করে কিন্তু তাঁরা কেউ বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কিছু বোললো না। কিন্তু এই দুই রাজাকার দেশের ও জনগনের বিরুদ্ধে কথা বোললো। অবাক হইলাম। কারা এরা? কেউ কি এদের সম্পরকে কিছু জানেন? এই দুই জনের সম্পরকে কারো জানা থাকলে দয়া করে জানান। গ্রামীনফোনের দুর্নীতি এবং বাটপাড়ি সম্পর্কে যদি কারো কোন তথ্য জানা থাকে তাহলে সবাই শেয়ার করুন।

চলুন এই রক্ত চোষাদের মুখোশ খুলে দেই। গত কয়েক দিনে সংবাদ পত্রে প্রকাশিত গ্রামীনফোনের জোচ্চুরি সংক্রান্ত খবরের চুম্বক অংশ এবং লিঙ্ক নিচে দেয়া হল, পড়লেই বুঝবেন কি করসে বাটপাড় গ্রামীনফোন। আপনার মন্তব্য কি??? টেলিকম আইন অনুযায়ী গ্রামীণফোনে অডিটর নিয়োগ দেওয়া হয়েছিল। গ্রামীণ অনেক তথ্য দেয়নি, অনেক তথ্য গোপন করেছে, কিছু কিছু ক্ষেত্রে ম্যানিপুলেশন (কৌশলে ছলনা) হয়েছে। তারা এক কোটি গ্রাহক সংখ্যা গোপন করেছে।

গ্রামীণফোনের কাছে সরকারের পাওনা ৩ হাজার ৩৪ টাকা কোটি টাকা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের নজর আয়ের দিকে আর মোবাইল অপারেটর গ্রামীণফোনের নজর ফাঁকের দিকে। আর যেখানে এ ধরনের চেষ্টা চলছে সেখানে আমরা বিটিআরসি হাত দিচ্ছি। বিটিআরসির পাওনা দুই হাজার একশ ৪৬ কোটি টাকা এবং এনবিআরের পাওনা আটশ ৮৭ কোটি টাকা। এ দুই পাওনার ব্যাপারে গ্রামীণফোনকে (জিপি) সোমবার দুপুরে একটি চিঠি দিয়েছে বিটিআরসি।

জিপির কাছে এনবিআর সিম ট্যাক্সের শুল্ক বাবদ সাতশ ২০ কোটি টাকা এবং ভ্যাট বাবদ একশ ৬৭ কোটি টাকা পায় বলে নিরীক্ষায় উঠে আসে। বিটিআরসি'র পক্ষ থেকে করা এক নিরীক্ষায় দেখা যায়, ২০১১ এর মার্চ পর্যন্ত গ্রামীণফোন (জিপি) ৩৮ হাজার ৯৮৪ কোটি টাকা আয় করেছে। এ হিসাবে এর দুই হাজার পাঁচশ ৪৪ কোটি টাকা বিটিআরসির পাওয়ার কথা। তবে প্রতিষ্ঠানটি এক হাজার ছয়শ ২৭ কোটি টাকা পরিশোধ করেছে। "নিরীক্ষায় অতিরিক্ত এক কোটির বেশি গ্রাহকের সন্ধান পাওয়া গেছে, যা আগে গ্রামীণফোন বিটিআরসিকে জানায়নি।

" "গ্রামীণফোন সঠিক তথ্য সরবরাহ করলে সরকারের পাওনা আরো বেড়ে যাবে। " চুরি করার পর গ্রামীণফোনের গলাবাজি গ্রামীণফোন হেড অব লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স জাকি ওমর বলেন এনবিআরের বিষয়টি বিটিআরসি কেন তুলছে তা আমাদের বোধগম্য নয়। " চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির বলেন, বিটিআরসি'র এ চিঠি দেওয়ার ফলে গ্রামীণফোনের শেয়ারহোল্ডারসহ বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলবে" বিদেশিরা বিনিয়োগ করতে চাইলে অনেকে এখন এ অবস্থা নিয়ে চিন্তাভাবনা করবে। কারণ কার বিনিয়োগ কতটুকু নিরাপদ তা নিয়ে সন্দেহ সৃষ্টি হবে। " সাহস ডেখেন View this link View this link View this link Click This Link Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।