আমাদের কথা খুঁজে নিন

   

‘সময় হলে মহাজোট ত্যাগ’

রোববার বিকালে রংপুরে এক জনসভায় তিনি বলেন, দেশে এখন প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। এ কারণে অনেক পিছিয়ে পড়েছে দেশ।
২৩ বছরে আওয়ামী লীগ ও বিএনপি ইতিহাস তৈরি করতে পারেনি। ৪২ বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এরশাদের শাসনামলের উন্নয়নই ছিল ইতিহাস।
রংপুর সদরের মমিনপুর স্কুল ও কলেজ মাঠে এক জনসভায় বক্তব্যে জাপা চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে।

এজন্য ৩০০ আসনেই প্রার্থীর সন্ধান করা হচ্ছে। ”
সময় হলে মহাজোট ত্যাগ করা হবে হবে বলে জানান তিনি।
তিনি বলেন, দেশ পরিচালনায় আওয়ামী লীগ ও বিএনপি ব্যর্থ হওয়ায় এখন রাজনৈতিক মেরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।  
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। আবার আওয়ামী লীগও সরকার তত্ত্বাবধায়ক দেবে না।

এ নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে।
“এ কারণে আগামী সংসদ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে,” বলেন তিনি।
এরশাদ বলেন, পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থনপুষ্ট প্রার্থীর শোচনীয় পরাজয় প্রমাণ করে দেশের মানুষ মহাজোটের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
মমিনপুর স্কুল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানিক শাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মসিউর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী, আব্দুল লতিফ খান প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।