আমাদের কথা খুঁজে নিন

   

অ্যালগরিদমে খেলার পূর্বাভাস

এক নতুন পদ্ধতিতে ১০টি ফুটবল ম্যাচের মধ্যে নয়টি ম্যাচেরই ফলাফলের পূর্বাভাস দেওয়া সম্ভব। পূর্বাভাসের এ সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় জটিল অ্যালগরিদমের সাহায্যে। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এ প্রক্রিয়াটিতে আবহাওয়া থেকে শুরু করে কোচের জন্মদিন পর্যন্ত তথ্য হিসেবে ব্যবহার করা হয়।
বেটেগি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স কর্নিলভ এ প্রসঙ্গে বলেছেন, “আমরা আপনাদের জন্য এ সংক্রান্ত বিষয়গুলো খুঁজে বের করে থাকি। ”
কর্নিলভ আরও জানিয়েছেন, তারা এ সংক্রান্ত সব ডেটা সংগ্রহ করেন এবং সেগুলো দিয়ে অ্যালগরিদমের মাধ্যমে খেলার ফলাফল বের করেন।


বর্তমানে বিশ্বব্যাপী ২১টি ফুটবল ম্যাচ লিগের ব্যাপারে পূর্বাভাস দিচ্ছে বেটেগি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা খুব শীঘ্রই এ সেবাটি ২৫টি লিগ পর্যন্ত বর্ধিত করবে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি টেনিস ম্যাচ এবং বাস্কেটবলের পূর্বাভাস দেওয়ার জন্য প্রক্রিয়াটি উন্নত করছে বলে জানিয়েছে।
কর্নিলভ জানিয়েছেন, ফুটবলের ক্ষেত্রে তারা ৭৬ শতাংশ সঠিক পূর্বাভাস দিতে পেরেছেন। তবে পূর্বাভাসের বিষয়টি অনেকাংশেই নির্ভর করে লিগের উপর।

ইংলিশ প্রিমিয়ার লিগে তারা ৯০ শতাংশ সঠিক পূর্বাভাস দিতে সক্ষম হয়েছিলেন। তবে অন্যান্য লিগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রায় ৫০ শতাংশ সঠিক পূর্বাভাস দিতে পেরেছিল।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.