আমাদের কথা খুঁজে নিন

   

হযরত ওসমানের হাতে লেখা রক্তমাখা কোরআন ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরির দুর্লভ সংগ্রহ

মজা কিন্তু আসলেই মজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্বপ্রাšে- অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, ও অন্যান্য বইয়ের সংখ্যা ১ লাখ ১০ হাজারেরও বেশি। এর মধ্যে ৩টি উল্লেখযোগ্য দুর্লভ সংগ্রহ হলÑ ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা.) এর হাতে লেখা এবং তার শরীরের পবিত্র রক্তমাখা এক কপি কোরআন। ৬১ কেজি ওজনের পৃথিবীর সর্ববৃহৎ হাতে লেখা এক কপি কোরআন এবং ২ ধশমিক ৩৮ গ্রাম ওজনের ক্ষুদ্র এক কপি মুদ্রিত কোরআন। এ ৩ কপি কোরআনই রাখা হয়েছে ইসলামিক ফউন্ডেশন লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় একটি কাঁচঘেরা শোকেসে। আশ্চর্যের বিষয় হল, লাইব্রেরিতে নিত্য আসা পাঠকদের মধ্যে হাতে গোনা দু-চার জন ছাড়া অন্য কেউ এ ৩ কপি কোরআন সম্পর্কে কিছুই জানেন না।

১৯৮০ সালে ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে স্থান পাওয়া হযরত ওসমানের (রা.) হাতে লেখা কোরআনের কপি কীভাবে লাইব্রেরিতে স্থান পেয়েছে তার কোনও সঠিক তথ্য নেই। সংশ্লিষ্টদের দেওয়া অনুমাননির্ভর তথ্য অনুযায়ী পাকি¯-ানের প্রেসিডেন্ট আইয়ুব খান রাশিয়ার তাসখন্দের গভর্নরের কাছ থেকে হযরত ওসমানের হাতে লেখা পবিত্র কোরআনের দুটি কপি উপহার হিসেবে পেয়েছিলেন। ’৭০-এর দশকের কোনও এক সময়ে তিনি তার একটি কপি বায়তুল মোকাররম মসজিদের কোনও কর্মকর্তাকে দিয়েছিলেন। এ কপিটিই ১৯৮০ সালে ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে স্থান পায়। ৩৭২ পৃষ্ঠার এ কপিটির ওজন সাড়ে ৭ কেজি।

প্রস্থ ১ ফুট, দৈর্ঘ্য ১০ ইঞ্চি। উচ্চতা ৩ ইঞ্চি। ৬১ কেজি ওজনের পৃথিবীর সর্ববৃহৎ হাতে লেখা কোরআনটি ৮ বছরে (১৯৮১-৮৯) লিখেছেন রাজশাহীর মোহাম্মদ হামিদুজ্জামান। ১১শ পৃষ্ঠার এ কোরআন শরীফের দৈর্ঘ্য ২ ফুট ৫ ইঞ্চি ও প্রস্থ ১ ফুট ১১ ইঞ্চি। উচ্চতা ৯ ইঞ্চি।

জানা গেছে, হামিদুজ্জামান কোরআনের এ কপিটি ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে হ¯-াš-র করেন। এ জন্য তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ১০ হাজার টাকা সম্মানি দেওয়া হয়। পরে তিনি কপিটি ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরির জন্য উপহার দেন। মাত্র ২ দশমিক ৩৮ গ্রাম ওজনের সর্বক্ষুদ্র এবং মুদ্রিত কোরআনের কপিটি ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরির জন্য উপহার দেন ঢাকার উত্তর মুগদাপাড়ার বাসিন্দা জহির উদ্দিন আহমেদ। তিনি কোথা থেকে এটি সংগ্রহ করেছেন তার কোনও তথ্য পাওয়া যায়নি।

মাত্র ১ ইঞ্চি দৈর্ঘ্য ও পৌনে এক ইঞ্চি প্রস্থের এ কপিটির উচ্চতা মাত্র ০ দশমিক ৭ মিলিমিটার লেখাটি এখান থেকে নেয়া:View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.