আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ যৌনতার চেয়েও খাদ্যাভ্যাস বেশি গুরুত্বপূর্ণ নারীর! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ সম্পর্ক বা যৌনতার চেয়েও ডায়েট (নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস) নারীর কাছে বেশি গুরুত্বপূর্ণ। জীবনের একটা বড় সময় নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস নিয়ে ভাবেন নারীরা। এই ধরনের খাদ্যাভ্যাস থেকে কিছুদিন দূরে থাকলেই দারুণ অপরাধবোধে ভোগেন তাঁরা। দেখা গেছে, পুরুষ সঙ্গীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কারণে নারী যতটা অপরাধবোধে ভোগেন, তার চেয়েও বেশি অপরাধবোধে ভোগেন নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস থেকে দূরে থাকলে। সম্প্রতি যুক্তরাজ্যের ওজন কমানোর সংস্থা অ্যাটকিনস পরিচালিত এক জরিপে এমন তথ্যই পাওয়া গেছে।

অ্যাটকিনসের প্রধান পুষ্টিবিদ লিন্ডা ওব্রায়ান বলেছেন, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস একজন নারীর দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাজ্যের বেশির ভাগ নারী শরীর ঠিক ও আকর্ষণীয় রাখতে নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ শুরু করেন। প্রতি সাতজনে একজন নারী বলেছেন, বেশি ওজন নিয়ে নানা রকম বিরূপ মন্তব্য এড়াতেই তাঁরা ডায়েট শুরু করেছেন। এক-চতুর্থাংশ নারী মনে করেন, ডায়েট করে ওজন কমানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক রক্ষার চেয়েও ডায়েট ও ওজন কমানোর চেষ্টা নারীদের কাছে বেশি মূল্যবান।

৫৪ শতাংশ নারী স্বীকার করেছেন, তাঁরা যৌনতার চেয়েও খাবার ও ডায়েটকে বেশি গুরুত্ব দেন। ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মোট এক হাজার ২৯০ জন নারীর ওপর জরিপ চালায় অ্যাটকিনস। ডায়েট নারী ও পুরুষের সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলছে, তা নিয়েই জরিপটি চালানো হয়। অ্যাটকিনসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পূর্ণ বয়স্ক নারীদের মধ্যে চার ভাগের তিন ভাগই জীবনের কোনো না কোনো সময় অন্তত একবার ডায়েট করেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।