আমাদের কথা খুঁজে নিন

   

কিছু তথ্য

এখন বয়স কম। তবে মনেহয় একটু বেশিই বুঝি। ❑ প্যাসকেল প্রথম থিওরেম প্রমাণ করেন ষোল বছর বয়সে!!! ❑ রবীন্দ্রনা থের প্রথম কাব্যগ্রন্ থ পনেরো বছর বয়সে, ভানুসিংহের পদাবলী লিখেছেন বিশের আগেই!!! ❑ বিল গেটস ১৭ বছরে মিলিয়নিয়ার হয়েছে!!! ❑ আশরাফুল সেঞ্চুরী করেছিলো ১৪ বছরে!!! ❑ শ্বেত বামনের ভরসীমা 'চন্দ্রশেখ র সীমা' প্রমাণ করেছিলেন তেইশ বছর বয়সে!!! ❑ অনিশ্চয়তা তত্ত্ব আবিষ্কারের সময় হাইজেনবার্ গের বয়স ছিল পঁচিশ!!! ❑ বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের সময় আইনস্টাইন ছিলেন ছাব্বিশ বছরের!!! ❑ জুকারবার্গ , ২৫ বছর বয়সে তার দেশের প্রেসিডেন্ টের (ওবামা) সাথে সাথে কফি খায়, মার্কিন অর্থনীতি নিয়ে আলাপ আলোচনা করে!!! তরুনদের বলছি, আমাদের এখনি সময় কিছু করে দেখাবার। নিজ দেশের জন্য কিছু করার। যত বয়স হবে ততই দুর্বল হতে থাকবো... চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পাবোনা... নতুন আইডিয়া খুঁজে পাবোনা... বসে থাকার দিন শেষ... এগিয়ে যেতে হবে নিজেদেরকেই ... (সংগৃহিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.