আমাদের কথা খুঁজে নিন

   

না.গঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০ 

রোববার বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৫০), আনিসুর রহমান জুয়েল (৩৫), আলমগীর হোসেন (৪০), হাবিব উদ্দিনকে (৪৫) শহরের খানপুরে অবস্থিত দুইশ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর উপজেলার ইসদাইর এলাকায় ১৮ শতাংশ জমির মালিকানা নিয়ে রবিউল ইসলামের সঙ্গে আজাদ ডায়িং এর মালিক আবুল কাশেমের সঙ্গে বিরোধ আছে।
সকালে রবিউল তার লোকজন ওই জমিতে গেলে আবুল কাশেম ও তার লোকজন বাধা দেয়। দু’পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।


রবিউল ইসলাম জানান, ২০০৭ সালের তিনি ওই জমি ক্রয় করেন। ওই জমি ব্যাংকে বন্ধক রেখে তিনি ঋণ নিয়েছেন। সেখানে তার ঘর ও তত্ত্বাবধায়ক রয়েছে।
কাশেম বায়নানামা দাখিল করে জমিটির মালিকানা দাবি করেন। সকালে তিনি ওই জমিতে গেলে কাশেম ও তার লোকজন তাদের কুপিয়ে আহত করে বলে অভিযোগ করেন রবিউল।


আবুল কাশেমের ছেলে তাইজুল ইসলাম রাজীব দাবি করেন, ওই জমি তাদের। সেখানে তাদের ঘর ও তত্ত্বাবধায়ক রয়েছেন।
জমিটি নিজের দাবি করে রবিউল ও তার লোকজন বাড়িতে হামলা ও ভাংচুর চালায় বলে অভিযোগ করেন রাজীব।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  ওই জমিটি নিয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছেও। এ ঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে কাশেম ও তার ছেলেসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.