আমাদের কথা খুঁজে নিন

   

সে যে এক নিরাকার... .. .

আমার এ লেখাটি একজন স্হপতিকে নিয়ে লেখা। যার স্হাপত্য শৈলী, সৃষ্টির নতুনত্ব এবং তুলির আচঁড়ে মনের ক্যানভাসে আঁকা ছবি এক কথায় অসাধারন এবং অতুলনীয়। পৃথিবীর সমস্ত স্হপতির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্হপতি। তো হয়ে যাক না সেই স্হপতির সাথে আমাদের পরিচয়। আশা করি আমাদের পরিচয় পর্বটা ভালই কাটবে।

সে যে এক নিরাকার... .. . প্রিপেইড রুপ যার প্রাণ তার, মন তার কোথাকার, সৃষ্টির বিশালতায়, অপরুপ রুপকার। সারাদিন দিনমান করি তার অবগাহন, কাঠফাটা তৃর্ষাত, অন্তরমন সারাক্ষণ। সুর যার সৃষ্টি তার, সৃজনশীল সুরকার, নি:সীম নিরুপমা, আমি কি পাব তোমায়। ছন্দবদ্ধ মূর্ছনায়, সবকিছু ছন্দময়, ভুপৃষ্ঠ আর অন্তরীক্ষ, নির্বাক অবাক বিস্ময়। রুপ যার মন তার, প্রাণ তার কোথাকার, বিরামহীন সাধনায়, উত্তর মেলা ভার।

সাধনা আর অধ্যয়ন, মন করি তপবন, তবু তার দেখা পাওয়া, অর্থহীন আস্ফালন। সদাশয় সদানন্দ, মনে খালি দ্বন্দ, কেন ভাই নাহি পাই, আমি তার গন্ধ। শারীরিক কসরত, আর মাঝে ফুসরত, সেবা তুমি কর মন, পাবে সেই সুধাক্ষণ। গুনীজন করে বর্ণন, রাখিও মনে সর্বক্ষণ, করিও পাঠ আটঘাট, সুধাপান নিরন্জন। মন যার প্রাণ তার, রুপ তার কোথাকার, নমি আমি নমি তারে, সে যে এক নিরাকার... .. . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।