আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম কাটেনা

ঘুম কাটেনা ,ঘুম কাটেনা, ঘুম কাটলে ফুল ফোটে না, ঘুম কাটলে সকল মিলায়, ঘুমের মধ্যে যাদের খেলায়, সময় কাটে জীবন বেলায়. ঘুম কাটে না ..কোনো সময়, ঘুমের ঘরেই বাস, ঘুমের ঘোরেই করছে সবাই ভ্রম ফসলের চাষ, ভ্রম ফসলে স্বপ্নের বুদ বুদ.. আতশ কাঁচে ধাক্কা খেয়ে নিভছে বারোমাস , তাও আমার এই ঘুমের বাসায় বাশ, ঘুম কাটেনা বলেই মোদের ঘুমের বাসায় বাশ, স্বপ্নসুখের ভোগেই চলে জীবন জুড়ে শ্বাস. ঘুম কাটলেই ঘট ভরে যায় আনন্দ আর বিবেকে, স্কটিশ পাড়ার বিলেকে সব বিশ্ব জানে বিবেকে.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।