আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন জেমস

এতকিছু ... ওই সিনেমার জন্যই... ক্লাস এইটে পড়ার সময় "দুঃখিনী দুঃখ করো না" অ্যালবামটি শুনে মোহগ্রস্ত হয়ে পড়লাম। তার আগে সত্যি কথা বলতে রক মিউজিকের সাথে ওইভাবে পরিচিত ছিলাম না। যাকে আমরা ব্যান্ড মিউজিক হিসেবে জানি। ঈশ্বর, লুটপাট, সুস্মিতার সবুজ ওড়না, গীটার কাঁদতে জানে, তুমি যদি নদী হও... এসব গান শুনে মাথা খারাপ হয়ে গেল। এ কী রে বাবা... তারপর জেমস সম্পর্কে আগ্রহী হয়ে উঠলাম।

নওগাঁতে জন্ম তার, বেড়ে ওঠা নওগাঁ-রাজশাহীতে। তারপর সংগীতের টানে ঘর ছেড়ে চট্রগ্রাম। এক বোহেমিয়ান জীবন। তার সবকিছূ আমাকে আকৃষ্ট করতে থাকে। নাইন-টেনে যখন পড়ি।

তখন তার সব গান শোনা হয়ে গেছে। নতুন গানের আশায় থাকি। তখন প্রিন্স মাহমুদ মিক্সড অ্যালবাম বের করতেন। সেসব অ্যালবামে জেমস এর গান থাকতো। মুলত জেমসের গানের জন্যই এ্যালবামটা কেনা হতো।

লাস্ট বেঞ্চে বসতাম। খদ্দরের একটা পান্জাবী আর জিনস পড়তাম। সত্যি কথা বলতে কি জেমস ছাড়া অন্য কোন গায়ককে আমার পুরুষ বলেই মনে হয় নি। চরমভাবে প্রভাবিত হই। এই প্রভাবেই পুরুষ মানুষ হয়ে উঠবার চেস্টা।

আজ জেমসের জন্মদিন। তার উত্থান নিয়ে নতুন করে বলার কিছু নেই। জেমসের পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। তাকে বাংলা সাইকোডেলিক রক মিউজিকের পুরোধা হিসেবে বলা হয়। তাছাড়া ব্লুজের একটা চমৎকার টেস্ট তার সঙগীতে পাওয়া যায়।

একবার এক গীটারিস্ট আমাকে বলেছিলেন, জেমস যে কত ভাল গীটারিস্ট এটা বুঝতে হলেও তাকে একজন খুব ভাল গীটারিস্ট হতে হবে। শুভ জন্মদিন গুরু... প্রকাশিত অ্যালবাম স্টেশন রোড (ফিলিংস) অনন্যা (সলো) জেল থেকে বলছি (ফিলিংস) পালাবে কোথায় (সলো) নগরবাউল (ফিলিংস) দুঃখিনী দুৎখ করো না (সলো) লেইস ফিতা লেইস (ফিলিংস) ঠিক আছে বন্ধু (সলো) দুস্টু ছেলের দল (নগরবাউল) জনতা এক্সপ্রেস (সলো) আমি তোমাদেরই লোক (সলো) তুফান (সলো) কালযমুনা (সলো) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।