আমাদের কথা খুঁজে নিন

   

নতুনের আশায়. . .

মেঘলা অভিমান ফেলে আসা স্মৃতিগুলো কত সুন্দরই না হয়! আসলে এই অসুন্দর বর্তমানটা গত হলেই তো সুন্দর হয়! তবু বর্তমানটাকে ফেলে আমরা অতীতেই আনন্দ খুঁজি, অতীতের ছবিতে পাই শান্তির ছোঁয়া... বর্তমানটা হয়ে যায় শাসরুদ্ধকর আর দুঃখ গোজা। আর ভালো লাগে সংগ্রামী অতীতটাকে, দুঃস্বপ্নের মত ভুলে ভরা সময়টাকে... না আমার ফেলে আসা অতীত থেকে আজ আমি প্রেরণা নেবো। আমার দুর্বিষহ বর্তমানকে আমি দুমড়ে মুচড়ে দেবো। আমি ভেঙে ফেলবো সমস্ত দ্বিধার শেকল, আমি গুড়িয়ে দেবো সমস্ত অভিনয়ের মশাল, আমি জ্বালিয়ে দেবো সমস্ত দম্ত আর অহমিকা, আমি ভেঙে ফেলবো সমস্ত স্তব্ধতা। আমি বারবার অপমানিত হবো, আমি বারবার ভেঙে যাবো, আবার আমি বারবার ফিরে আসবো- আমি লজ্জাকে তুচ্ছ করে,আমি ভয়কে লুটিয়ে দিয়ে গড়বো নতুন বর্তমান, গড়বো নতুন অতীত, গড়বো নতুন ভবিষ্যত. . . ।

.। । .। । ।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।