আমাদের কথা খুঁজে নিন

   

পারসোনার ক্ষমার অযোগ্য অন্যায় - সত্য গোপন করা ও কি অন্যায় না ?

banglanews24 .com এ একটা নিউস দেখে আতকে উঠলাম. পারসোনাতে বিউটি পার্লারে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আপত্তিকর দৃশ্য ধারণ করা হয়েছে .অভিযোগকারী একজন নারী চিকিৎসক। তিনি জানান শুক্রবার সন্ধ্যায় তিনি পারসোনার বনানী শাখায় স্পা করাতে যান। সেখানে একটি কক্ষে পোশাক পরিবর্তন করেন। এক পর্যায়ে তিনি ওই কক্ষে একটি গোপণ ক্যামেরা দেখতে পান। এ ব্যাপারে জানতে চাইলে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেনি। এ অবস্থায় ওই চিকিৎসক তার ব্যাবসায়ী স্বামী খবর দেন। তিনি ঘটনাস্থলে গেলে কর্তৃপক্ষের সঙ্গে তাদের ব্যাপক হট্টগোল হয়। প্রায় দুই ঘণ্টা সে হট্টগোল চলার পর গুলশান থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিউস দেখলে যে কোনো বিবেকবান মানুষের উদ্দিগ্ন হবার কথা. পারসোনা হচ্চে দেশের প্রথম শ্রেনীর বিউটি পার্লার . যেখানে সমাজের উচু শ্রেনীর মানুষের আনাগোনা ই বেশি. শুধু আমাদের দেশী মানুষ রাই না আসে বিদেশী রা ও. কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোনো পত্রিকাতে এই নিউস তা আসলোনা ( আমি যে কয়েকটা পত্রিকার অনলাইন edition দেখলাম প্রথম আলো, বিডি নিউস ২৪ সহ ). প্রতিদিন হাজার রকম নিউস আসে পত্রিকাতে, যার বিতরে প্রয়োজনীয় খববের চেয়ে অপ্রয়োজনীয় খবর ই থাকে বেশি. কিন্তু এই রকম একটা খবর কোনো পত্রিকা প্রকাশ করলো না , যে খবর দেখে সবাই সতর্ক হবে. সংবাদ মাধ্যম হিসেবে এই সত্য সবার সামনে তুলে দরা উচিত ছিল. বিস্তারিত জানতে এই লিঙ্ক এ দেখতে পারেন.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.