আমাদের কথা খুঁজে নিন

   

লোনের ১৫% সুদ যদি রাতারাতি ১৫.৫০% এ পরিনত হয়..........।

এখনই, নয়তো কখনই নয়...। ধরুন আপনি একটা রিটেইল লোন নিলেন ১৫% সুদে। কিস্তির টাকাও বেশ সাচ্ছন্দের সাথেই দিয়ে যাচ্ছেন প্রতি মাসে। সাচ্ছন্দের সাথেই দিচ্ছেন কারন কিস্তির টাকার পরিমানটা আপনি লোনটা নেয়ার আগে থেকেই জানতেন। সুতরাং পরবর্তী পাচঁ বছরে এই ফিক্সড খরচটা আপনাকে বহন করতে হবে এটা মাথায় রেখেই আপনি আপনার আর্থিক পরিকল্পনা করে ফেলেছেন।

দু তিন কিস্তির টাকা দেয়ার পর যদি ব্যাংক থেকে আপনার কাছে নোটিশ আসে যে আপনার ১৫% হারে নেয়া লোনের সুদ বাড়িয়ে ১৫.৫০% করা হয়েছে ফলে আপনাকে মাসিক কিস্তি বাবদ বাড়তি কিছু টাকা গুনতে‌ হবে তখন আপনি কি করবেন? কারন এ জন্য তো আপনি একেবারেই প্রস্তুত ছিলেন না তাই না। আসলে ইনসুরেন্সই বলেন আর ব্যাংক লোনই বলেন ঐ terms and conditions আগা গোড়া পড়ার ব্যাপারে আমাদের ব্যাপক অনিহা। স্বাভাবিক ভাবেই Interest rate is floating and can be re-fixed at the Bank’s sole discretion. এই কন্ডিশনটা আমাদের নজর এড়িয়ে যায় খুব সহজেই যা কিনা Retail Loan এর বেশ কিছু Terms and Conditions অন্যতম একটি। যারা পারসোনাল লোন/অটো লোন নেয়ার ইচ্ছা রাখেন কিংবা কেউ কেউ ইতিমধ্যে তা নিয়েও ফেলেছেন তাদের কতজন এ সম্বন্ধে জানেন? কারন এই কন্ডিশনটা মেনেই কিন্তু আপনাকে লোন নিতে হবে। সমস্যা হল ঐ কন্ডিশনটা খুব কমন একটা কন্ডিশন।

তাই যদি আপনি রাগ করে গাল ফুলিয়ে সীদ্ধান্ত নেন যে আপনি আর লোন নেবেন না তবে আপনি কোথ্থেকে লোন নিবেন? কারন সবার লোন এপ্লিকেশন ফরমেই যে ঐ কন্ডিশনটা বিদ্যমান। তবে বিষয়টা জানা থাকলে ব্যাংকের নোটিশ পাওয়ার মুহুর্তে অন্তত আপনি শোকে হতবিহবল হবেন না। ব্যাংক সচরাচর এই কন্ডিশনটা প্র্যাকটিস করে না। তবে করে থাকলে কাস্টমারদের তারা যুক্তি দেখায় যে বাজারে ডিপোজিট সহজলভ্য না হওয়ার কারনে ডিপোজিটের খরচ বেড়ে গেছে বিধায় তাদের লোনের সুদের হার বাড়িয়ে কোন উপায় ছিল না। কিন্তু একরম কি কোন নজির আছে যে ডিপোজিটের খরচ কমে যাওয়ার কারনে ব্যাংক চলমান কোন লোনের সুদের হার কমিয়ে ফেলেছে? ব্যাংক যে এই কন্ডিশনটার প্রয়োগ করছে তা কতটুকু fair? আপনাদের কি অভিমত? মানুষ যে আস্থা নিয়ে ব্যাংকের সাথে লেনদেন করে তার উপর কি কোন নেতিবাচক প্রভাব পড়বে না, ব্যাংকের এই বিতর্কিত পদক্ষেপের কারনে? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।