আমাদের কথা খুঁজে নিন

   

বেসামরিক পদে সেনা কর্মকর্তার পদায়ন -- কতটুকু যৌক্তিক? কতটুকু দরকারী?

আর যাই হোক, এই একটা ব্যাপারে সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবি সবাই মোটামোটি কূলুপ এটে রাখেন। ব্যাপারটা হচ্ছে, বিভিন্ন বেসামরিক পদে সামরিক বাহিনীর কর্মকর্তাদের ব্যাপক হারে পদায়ন। প্রায় সময় দেখা যায়, বিভিন্ন অফিসের (সিটি কর্পোরেশন, হাসপাতাল, স্কুল-কলেজ, জেলখানা.......) নির্বাহী কিংবা গুরুত্বপূর্ণ বিভিন্ন পোস্টে সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এতে বেসামরিক প্রসাশনের স্বাভাবিক গতি বাধাগ্রস্হ হয়। যতটুকু জানি (আমার জানাতে ভুলও হতে পারে) , সামরিক বাহিনীকে বেসামরিক প্রতিষ্ঠানে পদায়নের কালচারটা ব্যাপক হারে শুরু করেছিলো এরশাদ সরকার।

হোসেঈন মুহাম্মদ এরশাদ সামরিক শাসনের সময় সরকারী প্রতিষ্ঠানগুলোকে নিজের ইচ্ছেমাফিক পরিচালনা করার জন্য ব্যাপক হারে সামরিক অফিসারকে নিয়োগ দিয়েছিলো। এবং সেই ট্রডিশান এখনো চলছে। অনেক সময় দেখা যায়, উপযুক্ত প্রার্থীর অভাবে সামরিক বাহিনী থেকে কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু পরে সেটা নিয়ম হয়ে দাড়িয়েছে। যখন একজন সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়, তখন হয়ত দেখা যায়, নিচের দিকের অনেক কর্মকর্তার পদোন্নতি বাঁধাগ্রস্হ হয়ে পড়ে।

এতে অনেকে কাজে আগ্রহ হারিয়ে ফেলে। বাংলাদেশে হাজার হাজার সরকারী কর্মকর্তা ঠিকমতো প্রমোশন পান না, সেক্ষেত্রে কিছু পোস্ট বহিরাগত কারো দ্বারা ব্লক হয়ে থাকলে পদোন্নতি বঞ্চিতরা হতাশাগ্রস্হ হয়ে পড়েন। ব্যাপারটা কি এমন? পদোন্নতি প্রাপ্ত সামরিক অফিসারদের জন্য যথাযথ কাজের অভাবে তাদেরকে বেসামরিক প্রশাসনে পাঠানো হচ্ছে? সামরিক বাহিনীতে নিয়ম অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু তার যোগ্যতা অনুযায়ী কোনো কাজ আপাতত নাই, অতএব তাকে বেসামরিক কোনো পোস্টে প্রেষনে পাঠিয়ে দেওয়া হোক। সরকার হয়ত যুক্তি দেখাতে পারে, সেনাবাহিনীর একজন অনেক দক্ষতার সাথে ঐ পোস্টে কাজ করছে, যেটা একজন সিভিলিয়ান ঠিকমত পারছে না। কিন্তু সরকারের এই যুক্তি ধোপে টিকবে না।

একজন দক্ষ কর্মকর্তা কিংবা প্রসাশক গড়ে তোলার দায়িত্ব সরকার, তার অধিনস্ত মন্ত্রনালয় কিংবা অধিদপ্তরের। যদি তেমন কেউ গড়ে না উঠে, তবে সেটা তো সরকারেরই ব্যর্থতা। যেটা মনে হয়, সাধারণ মানুষ বেসামরিক পদে কখনো সামরিক কাউকে দেখে কখনো খুশি হয় না, হয়ত বন্দুকের নলের জন্য চুপ করে থাকে, কিন্তু মন থেকে মেনে নিতে পারে না। ছোটবেলায় যেমন পড়েছিলাম, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, ঠিক তেমনি সেনাবাহিনীকে সেনানিবাসেই ভালো মানায়, বাইরে নয়। সেনাবাহিনী আমাদের দেশের সম্পদ, তাকে যত্রতত্র ব্যবহার না করাই ভালো হবে মনে হয়।

দয়াকরে পোস্টখানাকে কেউ বিতর্কিত করার চেষ্টা করবেন না। যা বলেছি, সবই আমার একান্ত নিজস্ব চিন্তাভাবনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.