আমাদের কথা খুঁজে নিন

   

আমরা তো তাদের গোলাম আছি,একাজ গুলো তাদের কখনো করতেই হবে না ! আমরা তো বোবা -গোলাম হয়েই রইলুম, এবং থাকবো......

এখন গাড়িতে, বুঝতে পারছি দেশের মানুষের দূর্ভোগ কত চরম পর্যায়ে। সরকার তেলের উপর ভর্তুকি কমিয়ে ফেলায় সাধারণ জনগণ বিশেষ করে গরীব জনগোষ্টী চরম বিপাকে পড়েছে ,পড়েছে মধ}ম আয়ের লোকেরা ও। জিনিসপত্রের দাম এমনিতে হাতের নাগালের বাইরে। এখন তরকারী কিনে খেতে হয় ১৫০ টাকা কেজি ধরে ! এভাবে প্রতিটি ক্ষেত্রে জীবন যাত্রার ব}য় বেড়েছে, আয়টা সেভাবে বাড়ে নি। আজ ফকিররা পর্যন্ত ১ -২ টাকা নিতে চায় না ।

এভাবে কী দেশের মানুষের উপকার হয়? যারা এই নীতি গুলো করে তারা আমাদের দুঃখ বুঝবে কেমনে ?তারা তো খিদার কষ্ট পায় না । তারা তো ক্ষুধার্থ শিশুর কাননার আওয়াজ শুনতে পায় না। তাদের তো গাড়ি ভাড়া নিয়ে ঝগড়া করতে হয় না । আমরা তো তাদের গোলাম আছি। একাজ গুলো তাদের কখনো করতেই হবে না ! আমরা তো বোবা -গোলাম হয়েই রইলুম, এবং থাকবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।