আমাদের কথা খুঁজে নিন

   

শাক দিয়ে মাছ ঢাকা এবং গোলাম আযম দিয়ে "কোটা মুক্ত"আন্দোলনের মাঠ ফাঁকা করা।

ধর্ম ব্যবসায়ীদের কাছে ধর্ম নিরাপদ না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের কাছে দেশ নিরাপদ না। নাস্তিকেরা মৌলবাদীদের থেকে উন্নত মানুষ না। শাক দিয়ে মাছ ঢাকা এবং গোলাম আযম দিয়ে "কোটা মুক্ত"আন্দোলনের মাঠ ফাঁকা করা। জোর যার মুল্লুক তার।

মিড়িয়া যার ক্ষমতা তার। আবেগ যার ভালোবাসা তার বেশী। চেতনা আছে যার যুক্তি নাই তার। ধর্ম ব্যাবসা যাদের চেতনা শুন্য তারা। চেতনা ব্যাবসা যাদের ক্ষমতাতে ই সকল সুখ তাদের।

সংবিধান জনগনের রক্ষক চাটুকার। স্বর্প মরিবার আগে লেজ নাড়িয়ে ই মরে। বিরানী যেখানে ইমরান সেখানে। মৌমাছির মধু যেখানে ঈশকি জাওয়ানী স্যার এবং জমির চাচা সেখানে। লাকী প্রগতিশীল হুস্কির পতিতা আর শফির তেঁতুল বড় টক।

টকশো দেখবেন তো ৭১রে মজা লইবেন তো মোজা বাবুর মতো লাএক্সের সৌন্দর্যে। যাই কর মাগার আবাল কোরবানী দিমুই। বাকী মাত্র ৫/৬ মাস। যা করার কইরা ল। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।