আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে আপনি মজিলা ফায়ার ফক্স এ মাস্টার পাসওয়ার্ড দিবেন ?

আজকে আমরা দেখব কিভাবে মজিলা ফায়ার ফক্স এ মাস্টার পাসওয়ার্ড দেয়া যায়. নিচের পদ্দতি অনুসরণ করে আপনি সেটা করতে পারেন -- ১) ওপেন ফায়ার ফক্স ২) ক্লিক টুলস ৩) ক্লিক অপশন ৪) ক্লিক সেকিউরিটি ৫) ক্লিক ইউস এ মাস্টার পাসওয়ার্ড . নিচের ছবিটা খেয়াল করুন. ৬) ইউস এ মাস্টার পাসওয়ার্ড এ ক্লিক করলে নিচের উইন্ডো তা আসবে. ৭) এইখানে আপনি মাস্টার পাসওয়ার্ড তা দিন. সেটা আপনাকে দুইবার দিতে হবে. ৮) এইবার ওকে ক্লিক করুন. আপনার মজিলা ফায়ার ফক্স এ মাস্টার পাসওয়ার্ড দেয়া হয়েছে .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.