আমাদের কথা খুঁজে নিন

   

‘আমি যন্ত্রণায় আছি। খুব অসুস্থ। মানসিক যন্ত্রণায় আছি। সহ্য করতে পারলাম না। এজন্য কেউ দায়ী না।’

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্নাতকোত্তর শিক্ষার্থী তাপস কুমার ঘোষ বৃহস্পতিবার রাত আটটার দিকে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তাপস একটি চিরকুটে লেখেন, ‘আমি যন্ত্রণায় আছি। খুব অসুস্থ। মানসিক যন্ত্রণায় আছি। সহ্য করতে পারলাম না।

এজন্য কেউ দায়ী না। ’ হায় কেউ কি তার যন্ত্রনা একটুও টের পায়নি? কেউ ভীষণ সমস্যাগ্রস্ত ছেলেটির বিষণ্ণতা দেখতে পায়নি এতদিন? খুব কষ্ট পেলাম। আহা কত স্বপ্ন ছিল হয়ত তাকে ঘিরে তার মা-বাবার। তাপস আমরা অনেকেই তোমার মত মানসিক যন্ত্রনায় কুড়ে কুড়ে শেষ হচ্ছি। এক অস্থির সময় পার করছি আমরাও।

তবু তোমার এভাবে চলে যাওয়া কিভাবে মেনে নিব বল। যন্ত্রনা আছে বলেই আমরা শান্তি টের পাই, হতাশা আছে বলেই আমরা আশা খুজে বেড়ায়। তাই প্রত্যাশা শত বিপদ আর হতাশায় আর কেউ যেন তোমার মত জীবনটা শেষ না করে দেয়। সুত্র- View this link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।