আমাদের কথা খুঁজে নিন

   

৪১ বছর পর গ্রেপ্তার!

কারাগার থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না মার্কিন নাগরিক জর্জ রিটের। ৪১ বছর আগে ডাকাতি করতে গিয়ে নিউ জার্সির একটি গ্যাস স্টেশনের মালিককে হত্যার অভিযোগে ১৯৬৩ সালে দোষী সাব্যস্ত হন রিট। ১৯৭০ সালে অপর তিন আসামির সঙ্গে নিউ জার্সির কারাগার থেকে পালিয়ে যান তিনি। কিন্তু এত দীর্ঘদিন পালিয়ে থেকেও নিজেকে বাঁচাতে পারলেন না। গত সোমবার পর্তুগালে গ্রেপ্তার হন বর্তমানের ৬৮ বছর বয়সী জর্জ রিট।

এফবিআইয়ের দাবি, কারাগার থেকে পালিয়ে মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরে যান রিট। সেখানে গিয়ে ‘ব্ল্যাক লিবারেশন আর্মি’ নামের একটি কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেন। এফবিআই জানায়, ১৯৭২ সালে ডেট্রয়েট-মিয়ামি রুটের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই হয়। পাঁচ সদস্যের ছিনতাইকারী দলে রিটও ছিলেন। মিয়ামিতে পৌঁছে বিমানের যাত্রীদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ ডলার দাবি করে ছিনতাইকারীরা।

এরপর তাঁরা বিমানটি যুক্তরাষ্ট্র থেকে আলজেরিয়ায় নিয়ে যায়। উদ্দেশ্য, রাজনৈতিক আশ্রয় পাওয়া। কিন্তু আলজেরিয়া সরকার বিমান ও ছিনতাইকারীদের কাছে থাকা অর্থ জব্দ করে যুক্তরাষ্ট্রে পাঠায়। এর কয়েক দিন পরই ছাড়া পায় ছিনতাইকারীরা। ১৯৭৬ সালে বিমান ছিনতাইকারী ওই দলের চার সদস্য ফ্রান্সে গ্রেপ্তার হন।

বাকি ছিলেন রিট। এবার তাঁরও শেষ রক্ষা হলো না। গত সোমবার লিসবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পর্তুগাল পুলিশ। এত বছর পরও তাঁকে কীভাবে চিহ্নিত করা সম্ভব হলো, তা এখনো স্পষ্ট নয়। তবে গণমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্রে নিজের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন রিট।

এফবিআই ও নিউ জার্সি কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে পর্তুগালের পুলিশকে জানায়। রয়টার্স। সারমর্ম ঃ অন্যদেশে ৪১ বছর পরও যে কোন লোকের সাজা হয় কিন্তু আমাদের দেশে ঘটনার ৩ দিনের মধ্যে সবাই তা ভুলে যায়। সাজা হবারতো প্রশ্নই আসে না। সূত্রঃ প্রথম আলো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।