আমাদের কথা খুঁজে নিন

   

সেই মেয়েটি,জীবনানন্দের কবিতা এখন এই রকম হতো

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে সেই মেয়েটি,যারে চোখের আড়াল করা যায় না, কারণ- নক্ষত্র জোড়ায় রেখেছি শংখচূড়ের মতন। যদি পেতাম শরতের নীল আকাশে সাদা মেঘের জিয়ন বেলা সুর্যাস্তও হয়ে যেত ফেনিল রঙ্গিন আভা । সেলফোনে ফিস ফিসানিতে এই মধ্যরাত হয়ে যেত একাকী এক নির্জনতা। স্নানের জলে ডুবে যেয়ে কোন এক দেবলীনার আঁচল শুদ্ধ পরিপাট ভাঁজের ছবি আঁকছি। হয়তো হাজার বছর পরে সমুদ্রের উত্তাল ঢেউয়ে আমাদের ভালবাসাবাসি ঝড় হয়ে হৃদয়ে বয়ে যাবে । ..................... ০০০০০০০০০০০০ "সেই মেয়েটি এর চেয়ে নিকটতর হ’লো না কারণ, আমাদের জীবন পাখিদের মতো নয় যদি হ’ত সেই মাঘের নীল আকাশে (আমি তাকে নিয়ে) একবার ধবলাটের সমুদ্রের দিকে চলতাম গাঙশালিখের মতো আমরা দু’টিতে আমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি তুমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো হয়তো হাজার হাজার বছর পরে মাঘের নীল আকাশে সমুদ্রের দিকে যখন উড়ে যাবো আমাদের মনে হবে হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম" -জীবনানন্দ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।