আমাদের কথা খুঁজে নিন

   

আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রটি প্রশ্নের সম্মুখীন হতে চলেছে!

মনে আছে আইনস্টাইন বলেছিলেন, আলোর গতি প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল। আলোর চেয়ে দ্রুত গতিতে ভ্রমন সম্ভব নয়। কিন্তু আইনস্টাইনের এ তত্বটি এখন প্রশ্নের সম্মুখীন। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সান)- এর গবেষকদের হাতে আসা নিউট্রিনো কণার গতির ফল আইনস্টাইনের তত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। নিউট্রিনো নামের একটি কণা আলোর চেয়ে দ্রুত গতিসম্পন্ন।

নিউট্রিনো কণার গতি প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার ২৮২ মাইল যা আলোর চেয়ে বেশি। ১৯০৫ সালে বিশেষ আপেক্ষিকতার সূত্রটি আবিষ্কার করেছিলেন আইনস্টাইন। জাপান এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা বর্তমান পরীক্ষার ফলাফলকে আরও পরীক্ষা করে দেখত চেয়েছেন। এ তথ্য আরও পরীক্ষা করে নিশ্চিত হবেন তারা। বিশ্বের অন্য ল্যাবরেটরির পর্যালোচনার ফলাফল বিশ্লেষন করেই আলোর চেয় দ্রুতগতির কোনো কণার স্বীকৃতি মিলবে।

আবিষ্কার যদি শেষ পর্যন্ত নির্ভুল প্রমাণিত হয় তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী অনেক অসম্ভব হয়তো সম্ভব হবে এবং উদঘাটন করা যাবে আধুনিক পদার্থবিদ্যার অনেক রহস্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।