আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পী বেঁচে থাকতে চায় মানুষের মনে ।

প্রদীপ হালদার,জাতিস্মর। এমন একজন মানুষকে দেখাতে পারবেন না যে গান শুনতে ভালোবাসে না ? একমাত্র গানই পারে মানুষের কঠিন হৃদয়কে গলিয়ে দিতে । কত মানুষ কত রকমের কাজ করে । কিন্তু সব মানুষ সব মানুষের মনে ঠাঁই পায় না । একজন গায়ক বা একজন গায়িকা বা একজন অভিনেতা বা একজন অভিনেত্রী অর্থাৎ একজন শিল্পী যত সহজ-এ মানুষের মনে জায়গা করে নিতে পারে , সেখানে অনেক ভালো কাজ করেও অনেক মানুষ মানুষের মনে জায়গা করে নিতে পারে না ।

আমরা পৃথিবীর বুকে এক টুকরো থাকার জায়গা খুঁজি কিংবা এক টুকরো জায়গা খুঁজি যেখানে চাষবাস করে পেটের আহার যোগাড় করতে পারি । আমরা জায়গা খুঁজি পৃথিবীর বুকে । আর শিল্পী তার জায়গা খোঁজে মানুষের মনে । শিল্পী বেঁচে থাকতে চায় মানুষের মনে । মানুষ যতক্ষণ চাইবে ততক্ষণ শিল্পী বেঁচে থাকবে ।

আর যেদিন মানুষ মুখ ঘুরিয়ে নেবে সেদিনই শিল্পীর মৃত্যু ঘটবে । যাত্রার আসরে অভিনেতা অভিনেত্রী কত রকমের অভিনয় করে মানুষকে আনন্দ দেয় । বিনিময়ে অভিনেতা অভিনেত্রী মানুষের বিশেষ করে দর্শকদের কাছ থেকে হাততালি কুড়ায় । এটাই একজন শিল্পীর সাফল্য । যাত্রা ভেঙে যাবার পর আমরা যারা দর্শক , আমরা ঘরে গিয়ে ভালো খাবার খেয়ে নরম বিছানায় শুয়ে যাত্রার শিল্পীদের নিয়ে স্বপ্ন দেখি ।

আর শিল্পীরা তখন না খেয়ে শীতের রাতে খড়ের ওপর ঘুমিয়ে রাত কাটায় । এই হলো শিল্পী । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।