আমাদের কথা খুঁজে নিন

   

তুই আসবি বলে।।

তুই আসবি বলে আজও প্রতীক্ষায় আছি ডাহুকের করুণ ডাকে ঘুম ভেঙ্গে গেলে জানালার গ্রিল ধরে আকাশ পানে তখন দৃষ্টি হারায় কৃষ্ণপক্ষের চাদের ফালিখানি হারিয়ে যেতে যেতেও বিষন্ন চিত্তে চেয়ে দেখে আমায়। তুই আসবি বলে তোর দেওয়া লাল টিপটা আজও সযতনে পড়ি কপালে তার রক্তিম আভায় আয়নাটাকে বড় মলিন মনে হয় তারই ফাকে ক্লান্ত জীর্ন প্রতিবিম্বটা যেন ক্রোধে ফেটে পড়ে না পাওয়ার হতাশায়। তুই আসবি বলে বাগান থেকে আগাছাগুলি সযত্নে ফেলি উপড়ে নীল অপরাজিতায় আজও ফড়িং্যেরা করে খেলা তবুও অসময়ের বৃষ্টিরা কেন সেথা অশ্রু ঝড়ায়। এলবামে সেটে রাখা যে ছবিটায় তুই বসে আছিস আমার হাতে হাত রেখে সেই হাতটা হেথা তেমনি আছে ধরা সময়ের ফাক গলে কেবল দিনগুলি গেছে পেরিয়ে বিষন্নতার রাহগ্রাসে বন্দী হয়ে আজও আছি প্রতীক্ষায়। জানি বদলে গেছে জীবন ঘুড়ি পথের রঙ্গিন আলোয় তারপরও তুই আসবি বলে আজও প্রতীক্ষার প্রহর গুনি তুই আসবি বলেই নতুন করে ভালোবাসার ছন্দ বুনি।। (কবিতা লেখার ক্ষেত্রে প্রেমই মনে হয় সবচেয়ে বড় গিনিপিগ।কবিতা হোক আর নাই হোক তবু তাকে শতবার ব্যবচ্ছেদ হতে হয়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।