আমাদের কথা খুঁজে নিন

   

মা এবারের ঈদে আর কিছু চায়বোনা, যদি গোলাম আজমের ফাঁসী হয়। গোলাম আজমের ফাঁসী হোক আমার ছোট্ট মা মণির ঈদের সেরা উপহার।

সুস্থ ধারার রাজনৈতিক সমালোচনা করতে চায়। আমার ছোট্ট ভাগিনী, খুবই মিষ্টি তুলতুলে লক্ষী সোনা মামা আমার, আমি আমার ছোট্ট ভাগিনীকে আমি মা বলে ডাকি, আমারা দুই ভাই ও দুই বোনের মধ্যে ছোট বোনের একটি কন্য ছাড়া সবার ছেলে সন্তান, আমাদের ভাই বোনের মাঝে একটি মাত্র কন্য সন্তন হওয়ায় তার আদর একটু বেশী, নাম রুমা, মাত্র প্রথম শ্রেণীতে পড়ে, সাবার কাছে ছোট্ট রুমা চাঁদের টুকরার মত। রুমা প্রায় সাবার কাছে জানতে চায়তো রাজাকার কি? রাজাকার কাকে বলে? এক দিন আমি রুমাকে জিজ্ঞসা করলাম আম্মু তুমি এই রাজাকার শব্দটি কোথায় শুনেছ? কে তোমাকে এই শব্দটি শিখিয়েছে, রুমা উত্তার দির কেন? আমি প্রায় টিভিতে, আমার স্কুলের বন্ধুদের সাবার মুখে মুখে এই শব্দটি শুনি, রুমাকে বুঝালাম রাকার কি, রাজারকার কাকে বলে, আমাদের দেশে রাজাকার কি করেছিল, রাজাকারের কর্মকান্ড, ইতিহাস, রাজাকারের ভুমিকা কি ছিল মুক্তি যুদ্ধের সময়, কে কে রাজাকার ছিল, আর কে কে ছিল রাজাকার লিডার। শুনে খুবই শান্ত আর স্তব্দ হয়ে যেত, যুদ্ধের গল্প শুনলে তার মুখে ভারী হয়ে যেত, তারপরও প্রায় সে শুনতে চায়তো ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের গল্প, তায় তাকে মুক্তি যুদ্ধ বিষয়ক কিছু শিশুতোষ গল্প বই কিনে দিয়। সে বই গুলো মনো যোগ দিয়ে পড়ার চেষ্টা করতো , ছবি গুলো বইযের পৃষ্টা উল্টে উল্টে বার বার দেখতো, গত কাল ইফতারের পর রুমা শুনলো , আগামী কাল গোলাম আজমের বিচারের রায় ঘোষণা হবে। অশ্চর্য হলাম তার একটি কথা শুনে, সে তার মাকে বললো, মা যদি গোলাম আজমের ফাঁসীহয় এবারের ঈদে আর কিছু চায়বোনা, গোলাম আজমের ফাঁসী হবে আমার ঈদের সেরা উপহার। কথা গুলো শুনে খোদার কসম , তাৎক্ষণিক আমার চোখে পানি চলে আসে। চিন্তা করলাম এই ছোট্ট অবুঝ শিশুটি বুঝতে সক্ষম হয়েছে, রাজাকার কি, রাজাকারের শাস্তি কি হওয়া দরকার, রাজাকার কে কত গৃণা করা দরকার। কিন্তু আমরা এখনো উপলব্দি করতে পারিনি রাজাকারে মর্মান্তিক নির্মম পাষাণ তান্ডব, ছোট্ট সোনা মণি রুমা আমাকে জিজ্ঞসা করলো আগে কেন তার ফাঁসী হয়নি, কিন্তু তার জবাব আমি তাকে দিতে পারিনি, কারণ ব্যাপারটি অনেক লম্বা, আর রাজনৈতিক, এত লম্বা রাজনৈতিক গল্প সে বুজবেনা, তায় তাকে বললাম তুমি বড় হলে এর জবাব পেয়ে যাবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।