আমাদের কথা খুঁজে নিন

   

বাগধারা!

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে আমাদের স্কুলের পরীক্ষার খাতা থেকে পাওয়া কিছু স্মরনীয় বাগধারা! ব্যাঙের সর্দিঃ বিদেশ হইতে আসিয়া তাহার ব্যাঙের সর্দি হইয়াছে। গরীবের ঘোড়া রোগঃ লোকটা গরীব কিন্তু ঘোড়া কিনতে চায়। তাই তার গরীবের ঘোড়া রোগ হয়েছে। ডুমুরের ফুলঃ আমার ডুমুর গাছটায় এবার অনেক ডুমুরের ফুল ফুটেছে। আদায়-কাঁচকলায়ঃ আদা দিয়া কাঁচকলা রান্না করিলে অনেক স্বাদের হয়। হাতেখড়িঃ লোকটা হাতে খড়ি নিয়া বাসায় ঢুকিল। দা-কুমড়াঃ আম্মা সহজেই দা দিয়া কুমড়া কাটিতে পারেন। আমড়া গাছের ঢেঁকিঃ আমড়া গাছের ঢেঁকি খুব মজবুত হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।