আমাদের কথা খুঁজে নিন

   

নীল ছাদের নিচে

কোথাও এককণা আলো থাকে যদি চোখে পড়েই পড়েই, যতো দূরেই হোক, কেন ভাবো কেন ভাবো চোখ অন্ধকারে আজও পরাজিত নয়! এই পৃথিবীটা ধূধূ মরুভূমিরও আশ্রয়, চোখের জলের, সমুদ্রের, ক্ষয়ে যাওয়া বাড়ির দিকে লতাপাতাদের হিসহিস এগিয়ে আসা পৃথিবীরই অভিজ্ঞতা। মিথ্যের সিল্কে বোনা রুমাল যাকে উপহার দিলে সে একদিন তা দিয়ে অশ্রু মুছবে- আর তুমি থাকবে ভিলেনের মর্যাদায় অধিষ্ঠিত। কেন ভাবো, সঙ্গমরাঙা কয়েকটা দিন লুটে নেয়া এই পৃথিবীতে কি কম কথা! দরিদ্রের কোন কাজে লাগে এই সত্যের সন্ত্রাস- বেঁচে থেকে চোখের জলকে করে তোলো রাতের নক্ষত্রবোনা আকাশ- এমন হাস্যকর কথায় নিজেকে প্রবোধ দেয় মানুষ এ পৃথিবীতেই- কেন ভুলে থাকতে চাও এসব! এ পৃথিবী তবু তোমারও আশ্রয়! ভাবতে ভাবতে হাঁটছো আলো-অন্ধকার মাখা পথে! ১১.০৭.২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।