আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিং,এডসেন্স ও আমি

আমি নিশাচর ইদানিং বাংলায় ব্লগিং করলেও ব্লগ ও এ্যাডসেন্স আমার কাছে নতুন নয় । ব্লগ ও এ্যাডসেন্সের সাথে আমার পরিচয় আরো ২ বছর আগে থেকে । খুব সম্ভব প্রায় ২ বছর আগে হঠাৎ নাইম একদিন ফোন করে বলল যে মারুফ ভাই শুনছেন ইন্টারনেটে তো হাজার হাজার ডলার ইনকাম করা যায়,আমিতো শুনে ছোটোখাটো একটা লাফ দিয়ে বললাম তাই নাকি ? নাইম বলল হ্যাঁ অনেকে নাকি মাসে ১০-১৫ হাজার ডলার ইনকাম করসে । আমি বললাম কিন্তু ইনকাম করার সিস্টেমটা কি?নাইম বলল আমিও জানি না তবে ঢাকায় আমার এক বড় ভাই জানে । আমি বললাম কোনো ভাবে তাকে বরিশাল এ আনা যায় না?নাইম বলল তাহলে মারুফ ভাই আমি ঢাকার বড় ভাইয়ের সাথে একটু কথা বলি ।

এরপর নাইমের ২ দিন আর কোনো খবর নেই । ৩য় দিন নাইম আমাকে ফোন করে জানালো যে ও ওর ঢাকার বড় ভাইয়ের সাথে কথা বলেছে এবং ওর বড় ভাই বরিশালে আসতে রাজি আছে কিন্তু শর্ত হোল যে অন্তত ১৫ জন ছাএ থাকতে হবে এবং প্রত্যেককে ১২০০ করে টাকা দিতে হবে । তো শেষ প্রর্যন্ত বহুত কষ্টে ১৫ জন যোগার হল এবং সবাই নাইমের কাছে ১২০০ টাকা করে জমা দিল এবং নাইমের সেই বড় ভাই নাম সাইদুর রাহমান বরিশাল এ আসলেন । পরিচিতি শেষে প্রথম দিন সাইদুর ভাই কিভাবে ব্লগস্পটে ব্লগ বানাতে হ্য় সেটা শিখালেন এবং পরের দিন শিখালেন এডসেন্স এ্যাড কিভাবে ব্লগ এ বসাতে হয় এবং বলেদিলেন যে ফেসবুক,ইয়াহু,জিটক এগুলোর সাহায্যে ব্লগ এর কথা সবাইকে জানাতে এবং সবাইকে এ্যাড এ ক্লিক করার জন্য অনুরোধ করতে । এও বলে দিলেন যে আমরা নিজেরা যদি ইংলিশ এ ব্লগিং করতে না পারি তাহলে যেনো অন্য ব্লগ থেকে লেখা কপি করে নিজের ব্লগ এ দিয়ে দেই ।

ব্লগিং করে উনি কয়টা চেক পেয়েছেন প্রশ্ন করতে সাইদুর ভাই জবাব দিলেন ১০ টা । তো শুরু করলাম আমার ১ম ব্লগ http://www.ghost-ghostinfo.blogspot.com । ইংলিশ এ তখন খুব কাঁচা ছিলাম বলে সাইদুর ভাইএর কথামত এই ব্লগের সব পোষ্ট অন্য ওযেবসাইট থেকে কপি-পেষ্ট করে দিলাম এবং এ্যাডসেন্স এ্যাড দিয়ে দিলাম । হাসান ভাই আর নাইমকে ফোনে বলে দিলাম যে ওরা দুইজন যেন আমার এ্যাড এ ক্লিক করে এবং আমিও ওদের এ্যাড এ ক্লিক করব এছাড়াও ইয়াহুতে বিভিন্ন রুম এ গিয়ে ডাইরেক্ট ব্লগ এর নাম দিয়ে সবাইকে ক্লিক করতে বলতে লাগলাম । এভাবে আমি,হাসান ভাই আর নাইম এই তিনজনই গুগলকে নিজেদের বাবার সম্পত্তি মনে করে একে অন্যের এ্যাড এ ডেইলি তিন থেকে চার ঘন্টা করে ক্লিক করতে লাগলাম ।

এভাবে ক্লিক করতে করতে প্রথম এক সপ্তাহে আমার এ্যাডসেন্স এ্যাকউন্টে ইনকাম হোল ২৫ ডলার,আমিতো মহা খুশি ১ম মাসের ১০০ ডলার দিয়ে কি কি কেনাকাটা করব আর, ২য় মাসের চেক দিয়ে কোথায় ঘুরতে যাব তার একটা খসড়া তৈরী করে ফেললাম । এমনকি সপ্নেও দেখে ফেললাম যে চেক ভাঙিয়ে কুয়াকাটা ঘুরতে গেছি । কিন্তু আমার সুখসপ্ন ধুয়া হয়ে গেল ১০ম দিন এ্যাডসেন্স এ্যাকাউন্ট চেক করতে গিয়ে, একাউন্ট ক্লোজ হয়ে গেছে আর ব্লগএ কোনও এ্যাড দেখা যাচ্ছে না,আমার ত পুরা মাথায় হাত । হাসান ভাইকে ফোন দিতে সে বলল তারও এক্ই অবস্থা,নাইমের এ্যাকাউন্টও দুইদিন পরে ক্লোজ । আসলে আমরা তিনজন গুগল এ্যাডসেন্সের কোনো রুলসই মানি নি যেটা পরে জানতে পেরেছি ।

তাই যারা এ্যাডসেন্স থেকে ইনকাম করতে চান তাদেরকে বলতে চাই যে, এ্যাডসেন্স এর রুলস মেনে চলুন নাহলে আপনাদেরও মাথায় হাত দিয়ে বসে থাকতে বেশি দেরি নাই আর সাইদুর ভাইএর মত ব্লগ শিক্ষাদানকারীদের হাত থেকে সাবধান । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।