আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ অভিযোগই প্রমাণিত

সোমবার এ মামলার ২৪৩ পৃষ্ঠার রায়ের দ্বিতীয় অংশে বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, “অধীনস্তদের নেভেটিভ সিগন্যাল দিয়ে গোলাম আযম কার্যত হত্যায় অংশ নিয়েছেন। সুতরাং তিনি ক্রিমিন্যালি লায়্যাবল এবং দোষী”
মামলার আসামি গোলাম আযম রায় ঘোষণার সময় কাঠগড়াতেই উপস্থিত রয়েছেন, যাকে একাত্তরের যুদ্ধাপরাধের পেছনের মূল ব্যক্তি হিসাবে অভিযুক্ত করা হয়েছে।  
একাত্তরের দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের চালানো হত্যাযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বর্বরতার সঙ্গে তুলনা করা হয়েছে রায়ে।
মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি ছাড়াও পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার মতো ৫ ধরনের ৬১টি অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।