আমাদের কথা খুঁজে নিন

   

কেন মিছে মায়া মায়া মন

আহসান জামান অস্থিরতা চেপে ধরে বসে আছি সংসারে; দু'বেলা অন্নযুদ্ধে আরো পাঁচজনের মতো আমিও মেতে আছি। যাইযাইমন স্বল্প বাতাসেও ওড়ে হাওয়ায়ওড়া কিশোরীর ওড়নায় ভাসে তার প্রিয় স্বাদ; কী দংশনে ছিঁড়ে খায় তুমুল যাপনের শ্লথ। আংশিক মৃত তার ক্ষণকাল, ঝরাপাতা নিঃশব্দে পতনের বেদনা পারাপার। বৃক্ষবাঁকলে ভাসে অতীতের পথ-ঘাট। কোথাও নেমেছে আজ নৈরাশ্যতার ছিন্নতা; ভেদ করে বোধের পাখি, পালকের স্খলনে টের পাই নীরবকান্নার মিনতী। দু'চোখে গেঁথে রাখি মৃত্যুর জলছাপ; কোথাও কী বেজেছে আজ শেষ পালাগান! পাথুরীমনের শহর; কেন মিছে মায়া মায়া মন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।