আমাদের কথা খুঁজে নিন

   

" মডুমহোদয়দের দৃষ্টি আকর্ষন " ও সহব্লগারদের আওয়াজ চাই ।

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ ধৈর্যের একটা সীমা আছে । পোষ্টটি দিব কি দিব না চিনতা করতে করতে ভাবলাম দিয়ে দিই যে যা ভাববে ভাবুক । পত্রিকা ও টিভি নিউজ ছাড়াও বর্তমান প্রজন্মের জন্য অবাধ তথ্য জানার ও প্রকাশ করার ব্লগ একটি শক্তিশলী মাধ্যম । সারাবিশ্বের মত বাংলাদেশেও প্রচলিত অনেকগুলো ব্লগ । যার যেখানে পছন্দ সেখানে ব্লগিং করছে জানছে,শিখছে এবং জানাচ্ছে ।

সামহো বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ব্লগ এবং খুব সম্ভবত সর্বাধিক জনপ্রিয় ব্লগ । কিন্তু এই ব্লগের সম্প্রতি কার্যক্রম ও ব্লগিং সম্পর্কে আমার আপত্তি আছে । বর্তমানে এই ব্লগের কতজন ব্লগার আছে আমি জানি না তবে এইটা নিশ্চিত যে প্রয়োজনের তুলায় অথবা ধারন ক্ষমতার তুলায় অধিক সংখ্যক ব্লগার এখানে লিখছেন । লিখাতে আমার সমস্যা নাই সমস্যাটা হল অপ্রয়োজনীয় পোষ্ট গুলির । আমি এমন কিছু উদাহরন তুলে ধরছি........ ১।

১৮++ পোষ্ট : এইটি কোন পর্নো কিংবা ২য় শ্রেণীর সাইট নয় । আগে দেখতাম কেল জোকস্ আসত এখন আস্ত ১৮+ গল্প নিয়ে হাজির হচ্ছেন কিছু সম্মানিত ব্লগার । আর আমরা পাঠকরাই তা হিট করছি । যে পাঠকরাই নাকি এই সাইটে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন । আর বেশীরভাগ জোকস্ গুলি ফেবু থেকে কপি পেষ্ট করা ।

যারা এখানে আছেন কম বেশী সকলই এই বিষয় গুলি জানেন । ফেবু এমন অনেক গ্রুপ আছে দয়া এসব ওখানে পড়লে হয় না । আমাদের অনেক সম্মানিত শিক্ষক,বুদ্ধিজীবি কিংবা সৃজনশীল মানুষ এখানে নিয়মিত আসেন । এই ধরনের পোষ্টে তারা বিব্রতবোধ করা স্বাভাবিক । তাই এসব পোষ্টের তীব্র বিরোধীতা করছি তাই আমি অনুরোধ করব মডেরেটর কে এই বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য ।

২। বিজ্ঞাপন : অনেকগুলি বিজ্ঞাপন আজকাল চোখে পড়ে যেগুলো নিতান্তই অপ্রয়োজনীয় ও ব্লগের নীতিমালার সাথে যায় না । এমনকি ফেবুতে গ্রপ খোলা হলে সেখানে জইন করার আবদার করেও বিজ্ঞাপনও দেয়া হয় । সামহো কি এই ধরনের জায়গা ?? ৩। মুভির সাফাই : অনেক গুলির পোষ্ট পড়েছি যেগুলো নিতান্তই কিছু মুভির (তাও বাংলাদেশী নয়) সাফাই গাওয়া হয়েছে ।

সাফাই মানে এই হিন্দ মুভিটি অসাম, সেকরম , মিস কইরেন না ইত্যাদি । অনেক গুলাতে কাহিনী বর্ণনা করা হয়েছে । প্রয়োজন আছে কি না বুঝতে পারছি না । আমি মুভি গুলির বিপক্ষে নয় শুধু সাফাই কিংবা কাহিনী বর্ণনার বিপক্ষে । ৪।

বিবিধ : এছাড়া অনেকে ফেবুর মত স্ট্যাটাস দিতে পছন্দ করেন । কাল দেখলাম একজন এস এম এস এর লিষ্ট ও দিল । অযথা হিন্দি মুভর লিঙ্ক দেয়া হচ্ছে । দুই দিন পর বাজারর লিষ্ট ও বাদ পড়বে না । আরো বেশ কিছু এধরনের থাকলেও মনে পড়ছে না ।

যে কেউ প্রশ্ন করতে পারেন "ঐ মিয়া এগুলোতে আপনার সমস্যা কি ??' ভাই সমস্যাগুলি হল *এমনিতে প্রচুর ব্লগার তার উপর যদি এহেন অপ্রয়োজনীয় পোষ্ট পড়ে পোষ্টের সংখ্যা এত ব্যাপক হারে বাড়ছে যে প্রয়োজনীয় পোষ্ট গুলা যে গুলো হতে আমরা জানব শিখব তা নিমিষেই তলানি তথা অনেক দূরের পেইজ গুলাতে চলে যাচ্ছে ফলে আমরা বঞ্চিত হচ্ছি আমরা সাধারন পাঠকরা । *আমার মনে হয় ১৮+ পোষ্ট ও এ ধরনের পোষ্টগুলো ব্লগের স্বতন্ত্রতা ও সক্রিয়া নষ্ট করছে । *আজেবাজে পোষ্ট ও নিজেদের মূল্যবান লিখার কদর না হলে গুনী লেখকরা বিব্রতবোধ করা স্বাভাবিক । আর বেশী কিছু বলবনা শুধু মডারেটরদের প্রতি অনুরোধ জানাব বিষয় গুলি বিবেচনা করে ব্যবস্হা গ্রহনের জন্য এবং সহব্লগারদের এই বিষয়ে সহযোগিতা কামনা করছি । Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।