আমাদের কথা খুঁজে নিন

   

আবুইল্যা রা খালি হাসতে পারে!

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। "কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছিলেন সেখানে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে পরিচয় করিয়ে দেন অর্থমন্ত্রীর। শেখ হাসিনা বলেন, এক্সিলেন্সি দিস ইজ আওয়ার ফিন্যান্স মিনিস্টার। অর্থমন্ত্রী স্বভাবজাত হাসিতে কুশল বিনিময় করেন কাতারের আমিরের সঙ্গে।

নিউজ ওয়ার্ল্ড অর্থমন্ত্রীর অনাবিল হাসি দেখে কাতারের আমির বলেন, ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার, ইউ আর দ্য মোস্ট লাকি পারসন অন দ্য আর্থ’। শেখ হাসিনা প্রশ্ন করেন কীভাবে? কাতারের আমির বলেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতায় যখন সব অর্থমন্ত্রীরা দিশেহারা টালমাটাল, তাদের শুষ্ক মুখে হাসি যেন একেবারেই বেমানান। এ সময় আপনার অর্থমন্ত্রীর মুখে অনাবিল হাসি আমাকে আশান্বিত করেছে। মনে হচ্ছে সংকট মোকাবিলায় তিনি পারঙ্গম। আমিরের এ উক্তিতে অট্টহাসিতে ফেটে পড়েন সবাই।

" আমাগো প্রদানমন্ত্রী কাতারের আমীর রে ধর্মের বাই কইয়া ধরছেন, বাংলাদেশে একখান ইয়ারপোর্ট কইর‌্যা দিতে। ইয়ারপোর্ট হের করতেই হইবো, হের বাপের নামে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।