আমাদের কথা খুঁজে নিন

   

তিন পাগলের হলো মেলা মন্ত্রনালয়ে এসে ( স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ) । ( একটি সিরিয়াস ফান পোস্ট )

আমি আমার মতই বাঁচি, আমি বিহঙ্গ, নিঃসঙ্গ পাখি । উইকিলিকস তো একের পর এক তথ্য ফাঁস করে বড় বড় লোকের লুঙ্গী ঢিলা করে দিচ্ছে । এইবার দেখেন কুশলীকস এর ফাঁস করা তথ্য । কুশলীকসের সোর্স পৌঁছে গিয়েছিল একটি দেশের মন্ত্রীসভার বৈঠকে । যেখানে একটি ট্রায়াঙ্গেল আড্ডায় বসেছিলেন দেশের তিনজন অবিজ্ঞ মন্ত্রী ।

(অ + বিজ্ঞ = নয় বিজ্ঞ ) । তারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী বেসাহারা খাতেমুন, বাণিজ্যমন্ত্রী ফারু্ক কম-খান-জাহান এবং অর্থমন্ত্রী আবুল বিড়ি-মাল-মশলা । তাদের ই আড্ডার চুম্বক অংশ তুলে ধরা হলো – ফারুকঃ কেমন আছেন বেসাহারা আপা ? বেসাহারাঃ এইতো, কম খেয়ে ভালোই আছি !!! তুমি মাইরি আইডিয়া একখান দিসো !!! কম খান ভালো থাকুন , টাকা বাঁচান । তা আপনি কি কন মাল ভাই ? মালঃ হুম । ঠিক ই বলসো ।

সবই ভাবীর দোয়া । বেসাহারাঃ মাল ভাই । কাহিনী তো মাথার উপ্রে দিয়া গেল । এইখানে ভাবী আইলো কেমতে ? মালঃ ও, ফারুক । কাহিনী খোলাসা করো তো ।

ফারুকঃ আপা, কাহিনী তেমন কঠিন কিছু না । আপ্নাগো ভাবী মানে আমার বউয়ের রান্না এত ভালো (!!!) যে, খাইলে মনে হইবো বাথরুম থিকা মুখ ফ্ল্যাশ কইরা আসি । কিছু কইবারও পারি না সইবারও পারি না । তাই জনগণরে কইলাম “ আপনারা কম কম খান, পকেটের খরচা বাঁচান”। পাব্লিক কথাডা কেমনে নিলো জনি না, তয় আমার বউ কথাডা সিরিয়াসলি নিসে ।

এহন, সে তার বেনিটি বেগের খরচা বাচানোর লাইগা আমারে কম কম খাওয়ানো শুরু করসে, আর আমিও জানে বাইচ্চা গেসি । বেসাহারাঃ অ, কাহিনী তাইলে এই । যাক তোমার মাথায় মাল আসে । ফারুকঃ তা আপা, মাল কিন্তু আপনের মাথায়ও কিসু কম নাই । বলসিলেন দেশে জনগনের শাসন কায়েম করবেন ।

করে ছাড়সেন । মালঃ ফারুক, এই “জনগনের শাসন” বেপারটা ক্লিয়ার করো তো । ব্যাপারটা নিয়ে অনেকেই বলে, কিন্তু ব্যাপারটা বুঝি না । মাথায় চুল কম তো, তাই গুলি কানের পাশ দিয়া যায় । ফারুকঃ বুঝলেন না ।

আগে কি হইত ? জনগন যদি অপরাধী ধরত, তাহলে পুলিশের হাতে দিত তাগো শাসনের লাইগা । কিন্তু অহন কি হয় ? পুলিশ আসামী (!) ধইরা জনগনের হাতে দেয় শাসনের লাইগা । তাইলে অহন কন কার শাসন চলতেসে ? মালঃ তাইতো । ফারুকঃ আর । আপার তো একটা হিট ডায়লগ আছেই “ দেখছি ” ।

মালঃ ফারুক, তুমি যাই বলো আর তাই, বেসাহারা কিন্তু আসলেই জনগনের মন্ত্রী । জনগনের সাথেই তার উঠাবসা । তুমি শাহরুখ খানের কন্সার্ট কোথা থেকে দেখসো । নিশ্চই ঘরে বসে, আর না হয় ভিআইপি গ্যালারীতে ? বেসাহারা কোথা থেকে দেখসে জানো ? একেবারে মঞ্চের সামনে মাটিতে আসন কইরা বইসা জনগনের সাথে দেখসে । বোঝো ঠেলা ।

বেসাহারাঃ মাল ভাই, লজ্জা দিয়েন না । লজ্জায় কিন্তু আমি আবার গোলাপী হয়া যাই !!! তবে মাল ভাই, আপনেও কিন্তু একখান জিনিস । শতকোটি টাকার ঘাটতি বাজেট, শেয়ার বাজার কেলেঙ্কারি, এত কিসুর পরও পার পান কেমনে ? রহস্য কি ? মালঃ রহস্য কিসু না । আমার আছে দরবেশ বাবা আর মুশকিল আসান কেন্দ্র । আর সাদা-কালো টাকার কথা না ই বললাম ।

তুমিও দরবেশ বাবার মুরিদ হও, দেখবে সব মুশকিল আসান হয়ে গেসে । ফারুকঃ বাদ দেন তো মাল ভাই । কথা তো আর কইয়া শেষ করন যাইবো না । তার চেয়ে চলেন সবাই মিল্লা একটা গান গাই ................................. আমাদের দেশটা স্বপ্নপুরী, একসাথে সবে মিলে করব চুরি । স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী............... সবার সাথে ভাব করি ।

যা পাই তা মিলেমিশে মারি । ***উপরের লিখাটি লেখকের উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা প্রসূত লেখা । বাস্তবের সাথে এর মিল খোঁজা বোকামি হবে । *** আগের পোস্টটিতে যোগাযোগ মন্ত্রীর কিছু তথ্য ফাঁস করা হয়েছে । যে কারনে যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করবেন না ( একটি সিরিয়াস ফান পোস্ট ) Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।