আমাদের কথা খুঁজে নিন

   

বুক রিভিউ - সিডনি শেলডনের বিখ্যাত রহস্যোপন্যাস - দ্যা নেকেড ফেস

A Hero will Rise Up Just In Time মূলত আমি হরর গল্পের প্রচন্ড ভক্ত। প্রচুর হরর গল্প বই কিনি, পড়ি এবং কিছু লেখার চেষ্টা করি। এছাড়াও ছোট বেলা থেকেই সেবার সব গোয়েন্দা কাহিনী, অনুবাদ, শার্লক হোমস সহ অনেক হরর-থ্রিলার গল্প পড়ে শেষ করে ফেলেছি। কিন্তু সিডনি শেলডনের নাম অনেক শুনে থাকলেও পড়া হয়ে ওঠেনি। অনেক নাম শুনেছি সিডনি শেলডনের।

পড়বো পড়বো করেও পড়া হয়ে ওঠেনি। কিন্তু কি ভেবে যেন সেদিন সিডনি শেলডনের তিনটা বই কিনে ফেললাম। "আর ইউ এ্যাফরেড অফ দ্যা ডার্ক" "দ্যা ন্যাকেড ফেস" আর "মর্নিং নুন এন্ড নাইট"। শেষটা এখনও পড়া হয়নি, ১ম দুইটা শেষ করেছি। আর মুগ্ধ হয়েছি অসাধারন এই লেখকের সেরা রহস্যোপন্যাস পড়ে।

দ্যা ন্যাকেড ফেস কাহিনী সংক্ষেপ: নিউইয়র্কের বিখ্যাত সাইকোঅ্যানালিস্ট জাড স্টিভেন্স। বিভিন্ন স্বভাবের অদ্ভূত সব রোগীর আগমন তার কাছে। সমকামী হ্যানসন, জাডের একজন পুরোনো রোগী। হঠাৎ একদিন পিঠে ছুরি খেয়ে মারা গেল হ্যানসন। জাডের সেক্রেটারী ক্যারোলের সারা শরীরে এ্যাসিড দিয়ে ঝলসে দিল কে যেন, সীমাহীন নির্যাতনের মধ্যে মৃত্যু ঘটলো তার।

দুজনের সাথেই যোগাযোগ ছিল জাডের। দুটো খুনের জন্যই সন্দেহ করা হলো জাডকে। লেফটনেন্ট ম্যকগ্রিভি আর ডিটেকটিভ এ্যান্জেলি এই কেসের দায়িত্বে আছেন। কিন্তু ম্যাকগ্রিভি তো আসল খুনী বাদ দিয়ে জাডের পিছনেই লেগে আছেন, কোন পুরোনো শত্রুতার জের ধরে নয়তো? এ্যান্জোলি যথাসম্ভব সাহায্য করতে চাইছে জাডকে, কিন্তু পারবে কি? জাডকে কয়েকবার হত্যার চেষ্টা করা হলো। প্রতিবারেই ভাগ্য জোরে বেঁচে গেল জাড, কিন্তু কতদিন? প্রাইভেট ডিটেকটিভ মুডির সাহায্য নিলেন জাড কিন্তু তাকেও হত্যা করা হলো নির্মমভাবে।

এ্যান ব্লেক? ওর কি হবে। ডক্টরের কারনে ওর কোন বিপদ ঘনিয়ে আসছে না তো? নাকি সেই জড়িত এই সব নির্মম হত্যাকান্ডের সঙ্গে? আর সেক্স এ্যডিক্ট টেরি ব্লেক? পূর্বে হত্যার রকর্ড আছে তার। সেটা লুকালো কেন জাডের কাছে? নিরীহ জাডের ক্ষতি করতে চায় কে আর কেন? এসব প্রশ্নের উত্তর জানতে হবে জাডকে। বাঁচাতে হবে নিজেকে আর তার প্রেয়সীকে। নিতে হবে এসব নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিশোধ।

যা মনে হয় অনেক সময় কিন্তু তা ঘটেনা। সিডনি শেলডনের গল্পও কিন্তু সেই রকমই। বছরের সেরা থ্রিলার হিসেবে এ বইকে অভিহিত করেছিল নিউইয়র্ক টাইমস। বইটা নিয়ে বসে পুরোটা এক নিঃশ্বাসে শেষ করেছি। বুঝতে পেরেছি, সিডনি শেলডন কেন সিডনি শেলডন? বইটা যেকোন ভালো বুকস্টোরে পাবেন।

অনুবাদ বই পড়তে চাইলে আমি ব্যাক্তিগতভাবে অনীশ দাশ অপুর অনবাদ করা বইগুলো পড়তে বলবো। ১৯৮৪ সালে এই ঘটনা নিয়ে মুভি রিলিজ হয়। জাডের ভুমিকায় ছিলেন জেমস বন্ড খ্যাত রজার মুর। http://www.imdb.com/title/tt0087777/ আমার অন্যান্ন বুক রিভিউ "অশুভ সংকেত" (যে বইটা খুব পছন্দের- পর্ব ১) ব্রাম স্টোকারের ড্রাকুলা (যে বইটা খুব পছন্দের- পর্ব-২) দুই কিংবদন্তির নায়ক মাসুদ রানা আর কুয়াশা এবার একসাথে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।